বন্ধ্যাত্ব মানেই কি IVF? কি কি উপায় চিকিৎসা সম্ভব জেনে নিন। | About Infertility | Dr. Anindita Singh |

বন্ধ্যাত্ব বিভিন্ন কারণে আসতে পারে। সেটা পুরুষদের স্পার্ম কাউন্ট কম হলে হতে পারে। মহিলাদের ডিম্বাশয় কোনো রকম সমস্যা থাকলে বা টিউবাল ব্লকেজ থাকলেও এই সমস্যা হয় আবার যাদের পলিসিস্টিক ওভারির মতো সমস্যা আছে তাদের এই সমস্যা হয়। তবে বন্ধ্যাত্ব মানেই কিন্তু IVF নয়।

embryo-g045815535_1920_0.jpg

• বেশির ভাগ সময়ই ওষুধ এবং ইনজেকশন দিয়ে সমস্যা দূর করা যায়। পুরুষদের স্পার্ম কাউন্ট কম হলে সেটাও চিকিৎসার দ্বারা ঠিক করা যায়। খুব প্রয়োজন হলে তবেই অপারেশন করা হয়। IVF খুব জলটি ব্যাপার না হলে করা হয় না। যাদের টিউবাল ব্লকেজ থাকে তাদের IVF বা অপারেশন করা হয়। যাদের বয়স অনেকটা বেশি বাচ্চা নিতে সমস্যা হচ্ছে তাদের জন্যে অপারেশন করা হয়। মূলত হরমোনাল সমস্যা হলে ওষুধ দিয়ে সেটাকে ঠিক করে দেওয়া যায়।

booties-gcd684c684_1920_0.jpg

মা হওয়া একটা সুন্দর অনুভূতি। এখন চিকিৎসা পদ্ধতি যথেষ্ট উন্নত হয়েছে। তাই ভয়ে না পেয়ে এগিয়ে আসুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll