সুজিতে পোকা না লাগার সহজ উপায়। | JINIA's Tuki Taki | Jinia De |
সুজি এমন একটা খাবার যেটা বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারে এবং খেতে ভালোবাসে। কিন্তু এই সুজি'কে বেশি দিন রেখে দিলে তাতে পোকা ধরে যায়। তখন সেই সুজিটা ফেলে দেওয়া ছাড়া আর অন্য উপায় থাকে না। তাই আজকে জানবো কিভাবে সুজিতে পোকা ধরা রোধ করা যায়।
• সুজিটাকে হাল্কা আঁচে শুকনো কড়ায় ভেজে নিন। তারপর সেটা ঠান্ডা করে একটা কৌটোয় রেখে দিন। এরপর ইচ্ছে মতন রান্না করুন। এর ফলে আপনার সুজিতে পোকা ধরবে না।
• সুজি কিনে ফ্রীজে রেখে দিন। যতটুকু প্রয়োজন বের করে আবার সেটাকে ফ্রীজে রেখে দিন। কখনই পোকা ধরবে না।
দুটি পদ্ধতির যেটা আপনার সুবিধা ব্যবহার করুন। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।