শাকসব্জি অনেকদিন তাজা রাখার উপায়। | JINIA's Tuki Taki | Jinia De |

শীতকালে বিভিন্ন রকমের শাক পাওয়া যায় বাজারে। শীতকালে ফ্রিজে রাখলেও শাক অনেক দিন তাজা রাখা যায় না। সেক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় জেনে রাখা দরকার।

vegetables-752153_1920_1_0.jpg

• বাজার থেকে শাক কিনে এনে তাকে ভালো করে ধুয়ে শুকিয়ে জল শুকিয়ে নিন। তারপর পেপার ন্যাপকিনে শাকগুলো চার ভাঁজ করে এয়ার টাইট পাত্রে পর পর সাজিয়ে রাখুন। আপনার শাক, ধনেপাতা, পুদিনা পাতা অনেকদিন তাজা থাকবে।

ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll