ত্বকের বয়স বেড়ে যাচ্ছে? আর চিন্তা নেই। একমাস নিয়মিত এই ফর্মুলা ব্যবহার করে দেখো কি ফল পাও
ত্বকের বয়স থমকে যাক এটাকে না চায়। যদি সত্যিই আমাদের ত্বকের বয়সটা একেবারে থমকে যেত। তাহলে কি ভালই না হতো। তবে আজ বলবো একদম এক ঘরোয়া উপায়। যা নিয়মিত ব্যবহার করলে অন্তত এক মাস টানা ব্যবহার করলে ফল পাবে হাতেনাতে।
রান্নাঘরে থাকা জিনিস নিয়ে করতে পারি এই ত্বক চর্চা। তবে তার আগে জানা দরকার সেই সমস্ত জিনিসের সঠিক পদ্ধতি। প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হলো আলু। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর আলুটাকে ভালোভাবে কুরে নিতে হবে। যাতে একটুও জল না থাকে। তারপর সেই আলুটা ভালোভাবে ছাকনিতে ছেঁকে নিয়ে রস বের করে নিতে হবে। তারপর সেই আলুর মধ্যে দুধের সর নিতে হবে।
এবার এই মিশ্রণ ভালোভাবে গোটা মুখে লাগিয়ে নিতে হবে। দেখবে আস্তে আস্তে ময়লা সব ধুয়ে বেরিয়ে যাচ্ছে। এ তো গেল প্রথম ধাপ। এবার ওই আলোর রসে এক চামচ চালের গুঁড়ো এক চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে ফেলতে হবে গোটা গায়ে। তারপর আধঘন্টা রেখে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে হালকা গরম জলে।
এমনই ছোট ছোট বিষয় নিয়ে যদি আরো বিশদে জানতে চান তাহলে আমাদের Bengal Fusion Beauty Secret চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া ভিডিওর লিংকটি ক্লিক করুন।