পুজোর আগেই দূর করুন ট্যান
আমাদের সকলকেই মোটামুটি বাইরে বেরোতে হয়। যারা চাকরি বা ব্যবসা করেন তাদের তো প্রত্যেকদিনই বেরোতে হয়। আবার যারা গৃহবধু তাদেরকেও কিন্তু মাঝেমধ্যে বাইরের কাজ থাকলে বের হতেই হয়। বিশেষ করে দিনের বেলা বাইরে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করতে হয়। কিন্তু তাতেও ট্যান আটকানো সম্ভব হয় না। বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করলেও ট্যান কিছুতেই আটকানো যায় না। তাই এই থেকে মুক্তি পেতে অনেকেই পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে বিউটি ট্রিটমেন্ট করেন। তবে আজ বলবো একেবারে ঘরোয়া এক বিউটি ট্রিটমেন্টের কথা। যাতে অনায়াসে ট্যান থেকে মুক্তি পেতে পারেন আপনি। আপনার চেহারা হয়ে উঠবে নিখুঁত উজ্জ্বল।
ট্যান সাধারণত আমাদের শরীর এবং মুখের অংশে বেশি পড়ে। তাই ঘরোয়া এবং প্রাকৃতিক পদ্ধতি মেনে চলাটাই ভালো। বাজার চলতি কোন পণ্য ব্যবহার করলে সেগুলি ত্বকের ক্ষতি করতে পারে। এর জন্য প্রথমেই আমাদের লাগবে টক দই। টক দই এত ভাল একটি উপাদান যেটা আমাদের মুখের ত্বক মোলায়েম করে ঠিক তেমনি যত রকমের দাগ ছোপ কিংবা রোদ্দুরে পুরা দাগ সবকিছু তুলে দিতে সাহায্য করে। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চিমটে কস্তুরী হলুদ। যদি কস্তুরী হলুদ একান্তই না থাকে সেক্ষেত্রে শুধু টক দই ব্যবহার করলেই হবে। মুখে এবং যে সমস্ত খোলা অংশের টেম্প পড়েছে সেই সমস্ত জায়গায় টক দই ভালোভাবে লাগিয়ে নিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে মেসেজ করতে হবে। তারপর স্বাভাবিক তাপমাত্রা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটা গেল একটা পদ্ধতি। এরপর আসি দ্বিতীয় পদ্ধতিতে যাদের মারাত্মকভাবে ট্যান পড়ে যায় তাদের জন্য।
লাগবে এক চামচ কমলা লেবুর খোসার গুঁড়ো এক চামচ চন্দন ঘুরো এবং জল ঝরানো টক দই এক চামচ। কমলালেবুর খোসা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে তাহলে ভালো যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই বাইরে থেকে কিনতে হবে। সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখে এবং খোলা অংশে লাগিয়ে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। শুকনো হয়ে গেলে জল দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। করে দেখো বন্ধুরা, নিয়মিত এই পদ্ধতি যদি করতে পারো তাহলে কোনদিন আর ত্বকে কোনরকম ট্যান পড়বে না। আর পূজোর আগে ত্বকটাও সুন্দর মোলায়েম হয়ে উঠবে।
এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret