ঘন কালো মজবুত চুল পেতে বাড়িতেই বানিয়ে নিন এক মহৌসদ তেল মাত্র পাঁচটি উপকরণ দিয়ে

 ঘন মজবুত চুলের স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি। বিশেষ করে রাজা লম্বা চুল রাখতে ভালোবাসে তাদের কাছে চুলের পরিচর্যা একটা আলাদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চুলের যত্ন নিতে গিয়ে আমরা দেখি চুল মাঝখান থেকে ভেঙ্গে যাচ্ছি না হলে গোড়া থেকে উঠে যাচ্ছে। আবার অকালে চুল পেকে যাচ্ছে। এসব কিছু সমস্যার মোকাবিলা করতে এই পাঁচটি উপাদান ব্যবহার করলেই দেখবে অনেক ভালো ফলাফল পাচ্ছো।

woman-3299379_1920_0.jpg

 প্রথমেই বলি নারকেল তেল। একদম প্লেন যে নারকেল তেল কোন রকম উপাদান ছাড়াই শুদ্ধ যে নারকেল তেল আমরা পাই সেটা প্রথমে নিয়ে নিতে হবে। তার মধ্যে মিশিয়ে নিতে হবে পাঁচটি উপাদান। তবে সে ক্ষেত্রে মনে রাখতে হবে পাঁচটি উপাদান কখনোই একসঙ্গে ব্যবহার করা যাবে না। আজ বলবো পাঁচ ধরনের তেলের কথা যা সত্যিই আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে পাশাপাশি চুল পেকে যাওয়া আটকাতে সাহায্য করে। প্রথমেই আসি জবা ফুলের কথা। জবা ফুল চুলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান। একটা ভালো জবা ফুল কয়েক চামচ নারকেল তেলের মধ্যে মিশিয়ে সেটাকে গরম করতে হবে। একদম অল্প আঁচে কিছুক্ষণ ফোটাবার পর নামিয়ে রেখে ঠান্ডা করতে হবে। তারপর সেটা মাথায় মেখে নিতে হবে ভালো করে।

beautiful-flowers-7577002_1920_0.jpg

 একই রকম ভাবে আমলকি ভালো করে নিয়ে কেটে টুকরো করে অথবা ঘোষে রস বার করে সেটা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা আঁচে ফোটালে যে তেল তৈরি হবে তা মাথায় ব্যবহার করলে ভালো।নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মাথায় মাখলে চুলের জন্য ভীষণ উপকার। এটি মাথার ত্বক ভালো রাখতে যেমন সাহায্য করে তেমনি নতুন চুল গজাতে সাহায্য করে।  আদা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। আদা, আমাদের চুলের গোরা শক্ত করতে সাহায্য করে। তাই নারকেল তেলের সঙ্গে কয়েকফোঁটা আদার রস মিশিয়ে সেটা ভালো করে ফুটিয়ে নিলে ভীষণ উপকারী একটি তেল পাওয়া যায়। পাশাপাশি পেঁয়াজ তেলের গুরুত্ব আমরা সকলেই জানি। চুল ভালো রাখতে পেঁয়াজ তেল ভীষণভাবে উপকারী। বাজার থেকে পেঁয়াজ তেল কিনতেও পাওয়া যায় আবার বাড়িতে নারকেল তেলের সঙ্গে কয়েকফোঁটা পেঁয়াজের রস মিশিয়ে সেটা সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে চুলের যে কোন সমস্যার মোকাবিলা করা যায়।

 

এমনই বিভিন্ন ধরনের উপকারী তথ্য পেতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret  সাবস্ক্রাইব করুন এবং নিচের লিংকটি ক্লিক করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll