শীতকালে চুল ঝরা সমস্যার দুটি মোক্ষম দাওয়াই
চুল ঝরে পড়ার সমস্যা অনেকেরই বারোমাস থাকে। তবে বিশেষ করে গরমকালে ঘাম থেকে চুল ঝরে পড়ার সমস্যা বেশি দেখা যায়। হয়তো বলতে পারেন যে শীতকালে চুল ঝরে পড়ার সমস্যা সেভাবে দেখা যায় না। কিন্তু অনেকের ক্ষেত্রে শীতকালেই ভয়ংকর ভাবে চুল ঝরে পড়ে। কারণ মাথার ত্বক শুকনো হয়ে যায় খুশকি হয় সেই থেকে চুলের সমস্যা দেখা দেয়। তাই এই শীতকালে যাতে চুল ঝরে পড়া কিছুটা রাখা যায় সেই জন্য আজ দুটো খুব সহজ উপায় বলবো।
প্রথমেই যেটা লাগবে অ্যালোভেরা জেল। যদি বাড়িতেই এলোভেরা গাছ থাকে তাহলে সেখান থেকেই এলোভেরা জেল তৈরি করে নেওয়া যেতে পারে। এছাড়া বাজার থেকে কিনে আনা সাদা এলোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। অ্যালোভেরা জেলের সঙ্গে প্রথমেই যেটা মিশিয়ে নিতে হবে সেটা হল ভিটামিন ই ক্যাপসুলের ভেতরের তেলটা। সেটা ভালো করে মিশিয়ে নিয়ে মাথায় লাগিয়ে রাখতে হবে মিনিট ১৫ মত। এটা একটা উপায় আর একটা পদ্ধতি হলো অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে সেটা মাথায় লাগানো। দুটোই ভীষণ ভালো রকম কাজ করে। তবে দুটোর মধ্যে যেকোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে।
এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন একই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret।