মুখের অবাঞ্ছিত তিল দূর করার উপায়
আমাদের শরীরে তিল অনেক সময় সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়ায়। বিশেষ করে মুখে বিশেষ কোন জায়গায় তিল থাকলে সেটা সৌন্দর্যের আলাদা মাত্রা টেনে দেয়। এছাড়া তিল থাকা একটা সৌভাগ্যের প্রতীক হিসেবেও মনে করা হয় আমাদের সমাজে। তাই যত বেশি তিল থাকবে তত বেশি সৌভাগ্য বয়ে আনবে এমনটাও মনে করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মুখের এমন একটা অংশে এমন তিল হয়ে রয়েছে যেটা সৌন্দর্যের থেকে বেশি মুখটাকে বাজে দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা ডাক্তারি পরামর্শ মেনে অথবা লেজার পদ্ধতিতে ওই তিল দূর করার কথা ভেবে থাকি। আবার অনেকে ভাবি থাক যেমনটা আছে তেমনটাই থাক। তাকে বেকার বিরক্ত করে লাভ নেই। তাতে যদি শীতে বিপরীত হয়!
তবে আজ একেবারে ঘরোয়া পদ্ধতিতে তিনটি উপায় বলবো যার মাধ্যমে তিল একেবারে বিনাশ করা তো সম্ভব নয় কিন্তু কিছুটা হলেও হালকা করা সম্ভব। এক্ষেত্রে বলে রাখি তিল তখনি হয় যখন আমাদের শরীরে মেলানিন একটা জায়গায় জমাট বেঁধে যায়। এই মেলানিনের ওপরই নির্ভর করে আমরা কে ফর্সা হব বা কে শ্যাম বর্ণ হব। যার মেলানিন যত বেশি তার গায়ের রং কিছুটা শ্যাম বর্ণ। যার মেলানিন কিছুটা কম সে কিছুটা ফর্সা। তবে এই তিল ঘরোয়া পদ্ধতিতে একেবারে নির্মূল করা সম্ভব নয়। কিন্তু একে হালকা করার কিছু নিয়ম রয়েছে অবশ্যই। তবে সেই সমস্ত নিয়ম গুলি মানতে হবে ভীষণ সাবধান হয়ে। কারণ যে পদ্ধতিগুলি বলবো আজকে, সেগুলি যদি একটু ভুল হয় তাহলে সেটা ত্বকের বাকি অংশটাকেও কালো করে দিতে পারে। তাই অত্যন্ত সাবধান হয়ে এই পদ্ধতি ব্যবহার করা উচিত।
প্রথমেই বলব অ্যাপেল সিডার ভিনেগার সেটা কি ইয়ার বার্ড অথবা তুলোর মধ্যে লাগিয়ে শুধুমাত্র তিলের জায়গাতেই লাগাতে হবে। তা না হলে বাকি ত্বকের অংশ পুড়ে যেতে পারে। এক্ষেত্রে তিলের চারপাশে কিছুটা বোরোলিন অথবা ভেসলিন লাগিয়ে রাখলে ততটা ক্ষতি হবে না।
এরপর যে পদ্ধতি বলব সেটা ততটা ভয়ংকর না হলেও সাবধানতা অবলম্বন করা উচিত। লাগবে ক্যাস্টর অয়েল এবং লাগবে জোয়ান। ক্যাস্টর অয়েলের সঙ্গে ওই জোয়ানটা অল্প মিশিয়ে নিয়ে সেটাকে ফোটাতে হবে। তারপর ঠান্ডা হলে দিনে তিন থেকে চার বার ওই তিলের ওপর হালকা করে লাগাতে হবে তুলে দিয়ে। এছাড়া আর একটা যে পদ্ধতি রয়েছে সেটা হল রসুন। রসুন ত্বকের জন্য অনেকের ক্ষেত্রে বিপদজনক হতেই পারে সেক্ষেত্রে আগে একটু প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। তবে রসুনটাকে আগে ভালো করে রোদে শুকনো করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। তারপর গরম জল অথবা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে সেটাকে তিলের উপর লাগাতে হবে। মনে রাখতে হবে যদি অ্যাপ্লিকেশন ভুল হয় সে ক্ষেত্রে কারোর কিছু করার নেই।
এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।