পুজোর আগেই মুখের লোম হবে পরিষ্কার

 অনেকেরই মুখে অবাঞ্ছিত লোম দেখা যায়। আর সেই সমস্ত লোম আড়াল করার জন্য বাজার চলতি পণ্যেও ভরসা করেন বহু মানুষ। বেশিরভাগ মহিলারা ব্লিচ ব্যবহার করেন। কারণ তারা এটা অনেক নিরাপদ বলে মনে করেন। কিন্তু বাজার চলতি বিভিন্ন ব্লিচ যাতে থাকে ক্ষতিকর রাসায়নিক। আবার কেউ কেউ পার্লারে গিয়ে অনেকটা সময় নষ্ট করে মুখের অবাঞ্ছিত লোম দূর করছেন। তবে  সামনেই পূজো এসে গিয়েছে। এই সময়টাতে বাজারের বা পার্লারের থেকে বাড়িতেই কার্যকরী এবং সহজ উপায়। যাতে চুলের বৃদ্ধি কম হবে এবং মুখ অনেক বেশি উজ্জ্বল হবে। তবে সবার আগে প্রয়োজন ধৈর্য।

a_2_0.jpg

 এখন দেখে নেওয়া যাক কি কি ভাবে মুখের অবাঞ্ছিত লোম দূর করা যেতে পারে।  চা খাওয়ার ছোট কাপের হাফ কাপ দুধ লাগবে। সেই সঙ্গে একটা ছোট চামচ হলুদ। লাগবে মধু। এবং সবশেষে লাগবে এক চামচ চিনি। এবার সমস্ত মিশ্রণটা মিশিয়ে এমন একটা পাত্রে রাখতে হবে যেটা গ্যাসের উপর খুব সহজেই গরম করা যায়। খুব বড় পাত্র লাগবে এমন নয় ছোট পাত্রতেই কাজ হবে। গ্যাসে বসা পাওয়ার পর পুরো জিনিসটা একটু নেড়ে নিতে হবে। তবে বেশি গাঢ় করার আগে নাবিয়ে নিতে হবে পুরো মিশ্রণটা। তারপর অল্প ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা আরো কিছুটা গাঢ় হয়ে যাবে। তখন তাতে মিশিয়ে নিতে হবে কফি। ভালো করে মিশিয়ে নিয়ে মুখে হাতে যেখানে যত অবাঞ্ছিত লোম রয়েছে সেই সমস্ত জায়গায় ভালো করে লাগিয়ে নিয়ে নিতে হবে। তবে এটা লাগাবার পর যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কথা বলা যাবে না। মিনিট পনেরো রাখার পর যখন শুকিয়ে যাবে তখন মিশ্রণটাকে নিচের দিক থেকে উপর দিকে তুলতে হবে। তখন খেয়াল করলে দেখা যাবে মিশ্রণের সঙ্গে অনেকটাই লোম উঠে আসছে। তবে এটা একবার করলে হবে না, সপ্তাহে দুবার যদি ব্যবহার করা যায় তাহলেই ভালো ফলাফল পাওয়া যাবে। শুধু অবাঞ্ছিত লোম নয় ত্বকে ট্যান ভীষণভাবে সাহায্য করে এই প্যাক।

c_1_0.jpg

 এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret |

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll