মুখের অবাঞ্ছিত লোম তোলার এক অসাধারণ ঘরোয়া উপায়

অধিকাংশ মানুষের নিজের মুখের যত্ন টাই বেশি করে নেন। মুখের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বকের পরিচর্যা করেন। তবে সমস্ত পরিচর্যার বাধা হয়ে দাঁড়ায় অতিরিক্ত লোম। কারোর যুলফির কাছে কারোর থুতনির কাছে কারোর আবার গালে অতিরিক্ত লোম থাকার ফলে সৌন্দর্য অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে এই সমস্ত লোম তোলার জন্য মহিলারা পার্লারে যান বটে। কিন্তু সেটা খুব একটা ভালো ফলাফল দেয় না সবার ত্বকের জন্য। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়েন বহু মহিলা। তবে মুখের লোমের ঘনত্ব কমানোর জন্য আজ এক ঘরোয়া উপায় বলবো।
প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা একটা পিল অফ মাস্ক। কারণ এর থেকে ভালো কাজ ঘরোয়া পদ্ধতিতে হবে না। এটা বাজার থেকেই কিনতে হবে। তাই বাজার থেকে একটা পিল অফ মাস্ক কিনে হাফ চামচ বেসন হাফ চামচ হলুদ অল্প একটু টমেটোর রস মিশিয়ে নিয়ে মুখে ভালোভাবে লাগিয়ে রাখতে হবে। যদি কারোর ব্যাসনে সমস্যা হয় সেক্ষেত্রে তারা আটা ব্যবহার করতে পারেন। আবার টমেটোর রসের সমস্যা হলে তারা লেবুর রস ব্যবহার করতে পারেন।
মাসে অন্তত একবার যদি ব্যবহার করেন তাহলেই অনেকটা ফলাফল চোখে পড়বে। তবে একবার ব্যবহারে যে সমস্ত লোম উঠে যাবে এমনটা কখনোই নিশ্চিত করে বলা যায় না। নিয়মিত ব্যবহারেই ফলাফল চোখে পড়বে।
এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।
