শুঁয়োপোকার রোয়া হঠাৎ গায়ে হাতে লাগলে তাৎক্ষণিক কি করনীয়!

 শীতকালে আমরা অনেকেই বিভিন্ন ধরনের গাছ লাগাই বিশেষ করে বাহারি ফুলের গাছ। আর এই বাহারি ফুলের গাছের হয়ে শুঁয়ো পোকাদের আনাগোনাও বেড়ে যায়। আর শুঁয়োপোকা রোয়া হঠাৎ করে হাতে গায়ে লেগে গেলে ভীষণ জ্বালা যন্ত্রণা হয়।  আজ জানব এই হঠাৎ সমস্যার ছোট্ট সমাধান।

File:Callimorpha dominula caterpillar.jpg - Wikimedia Commons

 প্রথমে যেটা করতে হবে যেখানে ওই রোয়া লেগে যাবে  সেখানে অল্প চুন লাগিয়ে দিতে হবে। আমাদের অনেকের বাড়িতেই চুন থাকে। যদি না ও থাকে তাহলে পানের দোকান থেকে তড়িঘড়ি এনে লাগিয়ে দিতে হবে। তাহলে খুব সহজেই ওই রোয়া উঠে যাবে।যদি একান্তই চুন না থাকে তাহলে ওই জায়গায় কেরোসিন তেল লাগাতে হবে। তাতেও কিন্তু সমান ভাবে কাজ দেয়। যদি হাতের কাছে কেরোসিন তেলও না পাওয়া যায় তাহলে পুঁই শাকের পাতা ওখানটা একটু ঘষে নিতে হবে।

RPI Sodium Carbonate Anhydrous: 1 kg Container Size, Powder - 31GD87 ...

 

 

 

এমন হঠাৎ করে আসা সমস্যার চটজলদি সমাধান যদি আরো পেতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll