হাতে সময় কম? চটজলদি ফেসিয়াল করতে চান? সামান্য টক দইতে পাবেন ফলাফল
হাতের সামনে এমন বিভিন্ন সাধারণ জিনিস থাকে যেগুলি হয়তো আমরা মনেই করিনা যে আমাদের রূপচর্চার কাজে কোন রকম সাহায্য করতে পারে। আসলে চটজলদি উপায় বের করতে আমরা অনেকেই পার্লারে ছুটে যাই। তাতে ত্বকের বেশ ভালই ক্ষতি হয়। যত বেশি কেমিক্যাল ত্বকে দেওয়া হবে তত বেশি ক্ষতি হবে তা আমাদের জন্য। তো কারণেই কিন্তু ফেসিয়াল করা সম্ভব। ধরে নিলাম আমাদের অনেকের কাছেই ফেসিয়ালের কোন জিনিস নেই। কিন্তু বাড়িতে যদি সামান্য টক দই থাকে তাহলে তাই দিয়েই বাজিমাত করা সম্ভব। ফেসিয়াল চারটি ধাপে হয় এক্ষেত্রেও সেই চারটি ধাপ মেনে চলতে হবে। এবার বলি কি উপায় টক দইকে ব্যবহার করা যেতে পারে।
প্রথমে মুখটা ভালো করে জল অথবা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এক চামচ মত টক দই এবং এক চামচ কফি পাউডার মিশিয়ে নিতে হবে। যদি কফি পাউডার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। যদি সেটাও ঘরে না থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহার করা যেতে পারে। তবে চিনি ব্যবহার করলে মুখটা আলতো করে স্ক্রাবিং করতে হবে। তা না হলে মুখ কেটে যেতে পারে। হয়ে গেল দ্বিতীয় ধাপ। এবার একটা তোয়ালে রুমাল নিয়ে সেটাকে গরম জোরে ভালো করে ডুবিয়ে জলটা শুষে নিয়ে আবার মুখের মধ্যে দিতে হবে। এইভাবে দুবার দিতে হবে। এর ফলে আমাদের মুখে যে বিভিন্ন ব্ল্যাকহেডস হোয়াইট হেডস থাকে সেগুলি বেরিয়ে আসবে খুব সহজে। কারণ গরম জলের ভাব মুখে দেওয়ার কারনে আমাদের পোরসগুলি ওপেন হয়ে যায়।
এবার অল্প টক দই নিয়ে তাতে অ্যালোভেরা জেল নিতে হবে। যাদের এলোভেরা জেল মুখে শুট করে না তারা ভিটামিন সি সিরাম নিতে পারেন। এবার পুরো মিশ্রণটা মিশিয়ে নিয়ে মুখের মধ্যে ভালোভাবে মেসেজ করতে হবে ক্রিমের মত। তারপর আবার সেটা মুছে নিয়ে পৌঁছতে হবে শেষ ধাপে। এবার বেঁচে থাকা টক দইয়ের মধ্যে এক চামচ বেসন এবং এক চিমটে হলুদ দিয়ে মিশিয়ে নিতে হবে। যদি হলুদ না নিতে চান না নিতে পারেন। শুধু বেসন আর টক দইতেই কাজ হয়ে যাবে। সেটাও অত মুখের মধ্যে রেখে হালকা ভাবে মেসেজ করতে হবে। তারপর পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। আপনার মুখের ত্বকে যা জেল্লা দেবে তা কোনো পার্লারে ফেসিয়ালের থেকে কম নয়। এরপর আপনার পছন্দের অনুষ্ঠানে সেজেগুজে বেরিয়ে পড়ুন।
এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret subscribe করুন।