শীতকালে অনুজ্জল ত্বকের ফেয়ারনেস বাড়াতে এই মোক্ষম দাওয়াই একবার ব্যবহার করে দেখো কি হয়!
শীতকাল এসে যাওয়া মানেই ত্বকের মধ্যে একটা ম্যার ম্যারে ভাব দেখা দেওয়া। অনেকেই হয়তো খেয়াল করে দেখবেন আর বাকি পাঁচটা মাসের তুলনায় শীতকালে ত্বক যেন একটু বেশি কালচে হয়ে যায়। অনেক সময় এই কালচে দাগ তুলতে আমরা পার্লারের দিকে ছুটি ফেসিয়াল ব্লিচ করার জন্য। তবে সেসব মোটেও ভালো না। ভরসা রাখতে হবে ঘরোয়া পদ্ধতির মধ্যেই। এতেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা।
ঘরোয়া জিনিসের মতন উপাদান সত্যি পাওয়া যায় না। আমাদের সবার ঘরে আলু খুব সহজেই পাওয়া যায়। আর আলু প্রাকৃতিক ব্লিচ হিসেবে ভীষণভাবে পরিচিত। এটি যেকোনো ধরনের দাগ তুলতে ওস্তাদ। তাই সামান্য আলুকে ভালোভাবে কুড়ে নিয়ে তাতে সামান্য টক দই এবং অল্প হলুদ ও মধু মিশিয়ে ভালোভাবে প্যাক মুখের মধ্যে লাগিয়ে রাখলে উপকার পাওয়া যাবে। আরো ভালো ব্যাপার সব ধরনের ত্বকের জন্য এটি ভীষণভাবে উপকারী।
আমরা যারা প্রত্যেকদিন ত্বক চর্চা করি তাদের জন্য তো অবশ্যই ভালো যারা কোনদিন ত্বক চর্চা করি না তাদের ক্ষেত্রেও ভীষণভাবে উপকারী। এবং যারা পার্লারে গিয়ে ব্লিচ করে থাকি তারা অন্তত সপ্তাহে একবার এই চারটি উপাদান মিশিয়ে মুখে এবং ত্বকের খোলা অংশে লাগালে উপকার পাবেন হাতেনাতে। তবে যেহেতু হলুদ রয়েছে তাই এই উপাদান মাখার পরেই সঙ্গে সঙ্গে সূর্যের আলোয় বেরোনো যাবে না।
আমাদের জানান কেমন লাগলো আজকের এই তথ্যটি। ভালো থাকুন সুস্থ থাকুন এবং