ঘরেতেই বানিয়ে নিন কোরিয়ান ফেসব্যাক

বর্তমানে যেভাবে গোটা বিশ্বে কোরিয়ান কালচারকে নিয়ে উন্মাদনা বেড়েছে সেক্ষেত্রে অনেকেই আমরা কোরিয়ানদের মতো ত্বকের পরিচর্যা ও শুরু করেছি। আসলে কোরিয়ানদের ত্বকের পরিচর্যাটা অনেকটাই আলাদা যে কারণে অনেকেই তাদের মতো ত্বক পেতে সেই দিকে ঝুকে পড়েছে। তবে একটা কথা মানতে হবে সেখানে যে পরিবেশ রয়েছে এইখানে সেই পরিবেশ নেই। তাই তারা যতটা সহজে সেই সুন্দর ত্বক পায় আমরা হয়তো ততটা সহজে পাবোনা।

man-5112787_1280_0.jpg

 তবে কোথায় রয়েছে যদি সত্যিই পরিশ্রম করা যায় তাহলে তারা ফল অবশ্যই পাওয়া যাবে। তাই সামান্য পরিশ্রমেই ত্বকের পরিচর্যা করলে কোরিয়ানদের মতো সুন্দর ত্বক পাওয়া যেতে পারে। কোরিয়ানরা নিজেদের পরিচর্যার জন্য ভাত অথবা চালের গুঁড়ো ভীষণভাবে ব্যবহার করে। সে ক্ষেত্রে যদি বাড়িতে বানানোর প্রয়োজন পড়ে সে ক্ষেত্রে ভাত অথবা চালের গুঁড়ো ভীষণ দরকার। কিন্তু কিভাবে বানাবে এই ফেসপ্যাক! প্রথমেই বলি চালের যে গুঁড়ো ব্যবহার করবে সেটা ভীষণভাবে সূক্ষ্ম হতে হবে। যদি দোকান থেকে চালের গুঁড়ো কিনে আনা হয় বা বাড়িতে চালের গুঁড়ো মিক্সিতে তৈরি করা যায়। তারপর সেই পাউডার টাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। যাতে কোনরকম দানা না থাকে। এবার ওই  ছেঁকে নেওয়া পাউডার টাকে কৌটার মধ্যে ভরে রেখে। যেদিন ব্যবহার করবেন সেদিনকে অল্প গরম জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে। যদি চালের গুঁড়ো  ব্যবহার করতে না চান তাহলে প্রতিদিনের যে ভাত আপনি ফোটান সেখান থেকে দু চামচ ফ্যান সহ ভাত তুলে  নিতে হবে একটা বাটিতে। তারপর সেটা অল্প ঠান্ডা হলে হালকা গরম থাকতে থাকতে ভালোভাবে হাতে করে চটকে নিতে হবে। তারপর সেটাতে অল্প গোলাপজল দিয়ে মিশিয়ে দিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। মুখে মাখার পর কিন্তু কোনরকম কথা বলা যাবে না বা মুখ নাড়ানো যাবে না। চেষ্টা করতে হবে পুরো জিনিসটা শুকিয়ে নিয়ে তারপর সেটাকে ধুয়ে ফেলে কথা বলতে। সপ্তাহে দিন দিন ব্যবহার করলেই দেখতে পাবে ত্বকের একটা আলাদা পরিবর্তন এসেছে।

rice-2294365_1280_0.jpg

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন। একই সঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret  সাবস্ক্রাইব করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll