শীতকালে নরম ও প্রাণবন্ত ত্বকের জন্য একটি অসাধারণ ফেসপ্যাক। সপ্তাহে মাত্র একদিন ব্যবহার কর।

শীতকালে আমাদের প্রত্যেকের ত্বকেই পরিবর্তন আসে। রুক্ষ হোক কিংবা তৈলাক্ত ত্বক হোক বা সাধারণ। সমস্ত ত্বক একটু বেশি কালচে হয়ে যায়। কিন্তু এমন কিছু জিনিস আমাদের ঘরেই থাকে যা দিয়ে খুব সহজে পুরনো ত্বকের চামড়া আমরা ফিরে পেতে পারি।

spa-4481538_1920_1_0.jpg

 আমাদের সবার ঘরেই কফি থাকে।বিশেষ করে শীতকালে। আর শীতকালেই কফি খেতে বেশি ভালো লাগে। এই কফির ফেস প্যাকে সামান্য কফির প্রয়োজন। তার সঙ্গে যে কোন পাকাকলা। এবার কলাটাকে ভালো করে চটকে তাতে কফি দিয়ে এক চিমটে হলুদ মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে এক থেকে দু ফোঁটা পাতি লেবুর রস। তবে যাদের সেনসিটিভ স্কিন তারা লেবু না ব্যবহার করাই ভালো।

 এই জিনিসগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে ম্যাসাজ করে লাগাতে হবে। ১০ মিনিট মত এই মেসেজ করলে তারপর সেটাকে কোন কাপড় বা তুলো দিয়ে ভালোভাবে মুছে নিয়ে স্বাভাবিক জল দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। সপ্তাহে মাত্র একদিন করলেই এর ফল পাওয়া যাবে হাতেনাতে।

natural-4644374_1920_1_0.jpg

 সামান্য কিছু জিনিস দিয়ে শীতকালেও আপনার ত্বক হয়ে উঠবে স্বাস্থ্যজ্জ্বল। এমনই বিভিন্ন ধরনের টিপস যদি পেতে চান তাহলে আমাদের Bengal Fusion Beauty Secret চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের দেওয়া লিঙ্কটি ক্লিক করুন।

এমনই বিভিন্ন ধরনের টিপস যদি পেতে চান তাহলে আমাদের Bengal Fusion Beauty Secret চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের দেওয়া লিঙ্কটি ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll