লাবণ্যময়ী হতে ব্যাসনের সঠিক ব্যবহার

শীতের হাওয়া কিন্তু এখন উল্টো পথে হাঁটা লাগিয়েছে। একটু একটু করে গরম আসছে। আর এই সময়টাতে রোদে বেশিক্ষণ থাকার ফলে ট্যান পড়তে শুরু করে দেয়। তবে ত্বকের যে কোন কালো দাগ সব তুলতে কিন্তু বেসন আমরা অনেকেই ব্যবহার করে থাকি। বেসন কি আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি কিন্তু যদি আমরা একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে ব্যবহার করে তাহলে ত্বকের যাবতীয়  দাগ ছোপ সেই সঙ্গে ট্যানিংয়ের মতন সমস্যা থেকেও মুক্তি পেতে পারি। তার জন্য কি লাগবে!

The Most Loved Face Pack In India For A Glowing Skin: 2021 Compilation –  The Skin Story

 প্রথমেই লাগবে এক বড় চামচের বেসন। তাতে মিশিয়ে নিতে হবে ছোট চামচের টমেটোর জুস আলুর জুস। মিশিয়ে নিতে হবে এক চতুর্থাংশ গুড়োচিনি। এক্ষেত্রে চিনিটা স্ক্রাবের কাজ করবে। লাগবে এক ছোট চামচ নারকেল তেল এবং এক বড় চামচ টক দই। পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার বলি কখন লাগাবে। যাদের হাতে সময় আছে বা যারা বাড়িতে থাকে তারা স্নানের আগে ব্যবহার করতে পারে। তবে যাদের বেরোতে হয় তারা ফিরে এসে বিকেল বেলা ব্যবহার করতে পারে। ভালো করে মিশ্রণটা মুখে হাতে এবং শরীরের অন্যান্য খোলা অংশে যেখানে ট্যান পড়েছে সেখানে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। যদি নিয়মিত করা যায় দারুন ফলাফল পাবে। যদি নিয়মিত নাও হয় তাহলে অন্তত সপ্তাহে দুদিন করতেই হবে। তবে এক্ষেত্রে একটা নির্দেশ রয়েছে সেটা হল এটা মেখে কখনোই রোদ্দুরে আর বেরোনো যাবে না। এবং এটা ব্যবহার করার পরে ফেসওয়াশ ব্যবহার করার কোন প্রয়োজন নেই।

Simple Ayurvedic face packs that you must try at home | Life-style News -  The Indian Express

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll