পুজোর আগে সর্বাঙ্গ ত্বক ফর্সা করতেই হবে!

পুজোর আগে প্রত্যেকেই আমরা চাই আমাদের ত্বকটা যেন একটু স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে হয়ে ওঠে। সেই জন্য প্রথমেই আমরা পার্লারের ওপরেই ভরসা করে ফেলি। কারণ পার্লারে গেলে আমাদের সময়টাও বাঁচে এবং বাড়িতে খাটাখাটনির ভয় থাকেনা। তবে এক্ষেত্রে কিন্তু একটা কথাই বলবো অতিরিক্ত বাইরের পণ্য যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সত্যিই আমাদের ত্বকে একটানা একটা সময় প্রভাব পড়বেই। আবার এটাও ঠিক যে আমরা যদি সব সময় বাইরে থেকেই ত্বকের যত্ন নেই সেটাও কিন্তু খুব একটা ভালো কথা নয়। আমরা যদি আমাদের ত্বকটা সুন্দর রাখতে চাই তাহলে আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হলো প্রচুর পরিমাণে জল খাওয়া এবং ভালো স্বাস্থ্যকর খাওয়া দাওয়া। তাহলে আমাদের শরীর ভেতর থেকেও পরিষ্কার থাকবে। এবার আসি ঘরোয়া এক টোটকায় যাতে খুব সহজেই আমরা ত্বকের পরিচর্যা করতে পারব এবং আমাদের ত্বক ফর্সা না হলেও উজ্জ্বল করতে পারব।

How can our skin be white, soft, and fair skin? - Quora

 প্রথমেই যেটা লাগবে সেটা হলো আমন্ড পাউডার। বেশ কিছুটা আমল কিনে নিয়ে সেটাকে একেবারে গুঁড়ো করে একেবারে ধুলো করে নিতে হবে। যেহেতু নিত্যদিন ব্যবহার করতে হবে সেই কারণে একেবারে ধুলো করে নেওয়াটাই ভালো। এরপর লাগবে কমলালেবুর খোসার গুঁড়ো। যদি আমরা শীতকালের কমলালেবুর খোসা থেকে গুড়ো বাড়িতে  ফ্রি করে রাখি তাহলে খুবই ভালো যদি একান্তই না হয় তাহলে বাইরে থেকে কিনতেই হবে। আর লাগবে গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো। তবে এক্ষেত্রে এটা বাইরে থেকে কিনে নেওয়ায়াই ভালো। সঙ্গে লাগবে কস্তুরী হলুদ। সবকটা মিশ্রণ ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা কৌটোতে রেখে দিলে সময় বাঁচবে প্রত্যেকদিন।

8 Essential Fair Skin Tips For Brighter Complexion | Be Beautiful India

 এবার যখন এই গুঁড়োটা ব্যবহার করব তখন সামান্য টক দই এবং টমেটোর রস দিয়ে মিশ্রণটা মিশিয়ে নিয়ে মুখে এবং হাতে পায়ে ভালো করে লাগিয়ে রাখতে হবে। যদি নিয়ম করে এই পদ্ধতি মানা হয় তাহলে অবশ্যই ত্বকে ফারাক দেখা যাবে। যদি কেউ চায় তাহলে সারা বছর এই পদ্ধতি মেনে চলতে পারে।

 

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll