চুল কালো হবে কিন্তু কোন ক্ষতি হবে না! প্রাকৃতিক উপায় চুল রং করার অসাধারণ এক উপায়

বয়স যত বাড়তে থাকে আমাদের কিন্তু প্রকৃতির নিয়মে চুলে পাক ধরতে থাকে। আবার কিছু ক্ষেত্রে পলিউশনের কারণে আগে থেকে চুলে পাক ধরতে শুরু করে। এক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তবে চুলে পাক ধরা খেয়ে অনেকেই মেনে নিতে পারেন না। যে কারণে অনেকেই হেনা অথবা চুল কালো করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করেন। তাতে কিন্তু আখেরে চুলের ক্ষতিটাই বেশি হয়। আমাদের মেনে নিতে হবে যে সব সময় আমাদের ঘন কালো স্বাস্থ্যজ্জল চুল থাকবে না। আর এটার সঙ্গে যত আমরা নিজেদের মনকে মানিয়ে নেব ততই আমরা সত্যিটা সহজে স্বীকার করতে পারবো।

How to Get Jet Black Hair – Is it the right color tone for you? – The Henna  Guys

 তবে আমাদের চুলকে অকালে পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কিছু প্রাকৃতিক উপায় অবশ্যই রয়েছে। আজ সেগুলি নিয়েই আলোচনা করব।  প্রথমে বলা যাক কি কি উপকরণ লাগবে। প্রথমেই লাগবে এক চামচ কালোজিরে। কালোজিরা আমাদের রান্নার ফোড়ন দিলে যেমন স্বাদ বাড়িয়ে দেয় ঠিক একইভাবে আমাদের চুলের পরিচর্যার কাজেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কালো জিরা টাকে শুকনো খোলায় ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর একটা পাত্রে সেটা তুলে রাখতে হবে। এরপর এই একই কড়াতে কিছুটা কালো তিল শুকনো ভাবে নেড়ে নিতে হবে। তারপর কালো জিরে এবং কালো তিল দুটো ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে। এবার তাতে বেশি নিতে হবে এক চামচ আমলা পাউডার এবং এক চামচ ভৃঙ্গরাজ পাউডার। সবটা মিশিয়ে নিয়ে একটা এয়ার টাইট বাক্সতে তুলে রাখতে হবে। এক মাসের মত বানিয়ে নিলে ভালো।

DIY Natural Hair Dye (3 Shades) - Freebie Finding Mom

 প্রত্যেক সপ্তাহে একবার এই পাউডারের সঙ্গে অল্প টক দই অথবা জল মিশিয়ে নিতে হবে। একটা প্যাকের মতো বানিয়ে নিতে হবে। এবার তাতে অল্প কিছুটা মুলতানি মাটিও মিশিয়ে নিতে হবে। অবাক লাগতে পারে কিন্তু মুলতানি মাটি সত্যি চুল গোড়া থেকে পরিষ্কার করার জন্য এবং চুলকে প্রাকৃতিকভাবে কালো করার কাজে ভীষণভাবে সাহায্য করে। পুরো মিশ্রণটা চুলের গোড়াতে ভালো করে লাগিয়ে রাখতে হবে এক ঘন্টা। এরপর যদি কেউ মনে করেন তাহলে রীঠে ভিজিয়ে রাখা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিতে পারেন অথবা হার্বাল শ্যাম্পু দিয়েও চুল পরিষ্কার করে নিতে পারেন। সপ্তাহে একবার ব্যবহার করলেই খুব ভালো ফলাফল পাবেন।
 

How to Dye Your Hair at Home - Men's Hair Color Tips

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll