নির্জীব চুলের জন্য কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট
![](https://bengalfusion.in/sites/default/files/2023-06/chul.jpg)
বর্তমানে চুলের পরিচর্যায় আমরা অনেকেই কেরাটিন ট্রিটমেন্ট ব্যবহার করি। অধিকাংশ ক্ষেত্রে পার্লারের ছুটি এর জন্য। বাড়িতে ঠিক পার্লারের মতো পরিচর্চা করা সম্ভব হয় না। তবে কেরাটিন treatment যখন আমরা করি তখন মোটা অংকের একটা টাকা গুনতে হয়। আবার আমাদের অনেকের কাছে উপায়ও থাকেনা বাড়িতে পার্লারের মতো কেরাটিন ট্রিটমেন্ট করার। আমরা অনেকেই ভাবি হয়তো পার্লারের মতন অতটা পরিচর্যা আমরা করতে পারবো না। পাশাপাশি যে সমস্ত জিনিস দিয়ে করে সেটাও তো কিনতে একটা টাকা লাগে।
তবে ঘরোয়া কিছু উপকরণ এই কেরাটিন ট্রিটমেন্ট করা সম্ভব পার্লারের মতই। যাতে চুল ঘোড়া থেকে মজবুত যেমন হবে ঝলমলে হবে চুলে প্রাণ ফিরে আসবে। আবার বাইরে থেকে কেউ দেখলে বুঝতেই পারবে না পার্লারে গিয়ে আপনি না করিয়ে ঘরেতেই কেরাটিন ট্রিটমেন্ট করেছেন। কিন্তু তার জন্য কি কি লাগবে? প্রথমে যে উপকরণ লাগবে সেটা হল ডিমের সাদা অংশ। তাতে মিশিয়ে নিতে হবে এক চামচ এক চামচ মধু। আর লাগবে একটা বড় চামচের এক চামচ মেয়োনিজ। হয়তো শুনতে অবাক লাগতে পারে যে মেয়োনিজ চুলের জন্য কেন ব্যবহার করা হয়। তাহলে বলে রাখি এতে আছে প্রচুর পরিমাণে ফ্যাটি এসিড এবং অ্যামাইনো এসিড। যা চুলকে গোঁড়া থেকে মজবুত করতে সাহায্য করে। এবার পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত অল্প অল্প করে লাগিয়ে নিতে হবে পুরোটা। তারপর হালকা কোন শ্যাম্পু দিয়ে ঘন্টাখানেক রেখে ধুয়ে ফেলতে হবে।
চুল এতটাই ঝলমলে আর মসৃণ হয়ে যাবে যে পার্লারে আর যাওয়ার দরকারই করবে না। এমনকি চুলে কন্ডিশনার দেওয়ারও প্রয়োজন পড়বে না।
এমনই বিভিন্ন উপকারী টিপস পেতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন এবং নিচের লিংকটি ক্লিক করুন।
![](https://bengalfusion.in/sites/default/files/category/bengal%20fusion_288.jpeg)