পার্লারে নয়, ঘরেতেই এইচ ডি গ্লো ফেসিয়াল

বর্তমানে আমরা একটা জিনিস ভীষণভাবে শুনি। ত্বকের পরিচর্যায় এইচডি গ্লো ফেসিয়াল ভীষণভাবে পরিচিত হয়ে উঠেছে আমাদের কাছে। কিন্তু পার্লারে যদি আমরা এই ফেসিয়াল করতে যাই তাহলে আমাদের অনেকটা বেশি পরিমাণ টাকা খরচ হয়ে যায়। তবে এটা ঠিক যে এইচ ডি গ্লো ফেসিয়ালে কিন্তু আমাদের ত্বক সত্যিই ভীষণ সুন্দর ঝকঝকে হয়ে ওঠে। তাহলে উপায়!

Diamond Glow Facial - Facial Innovations by Shari

 উপায় রয়েছে একেবারেই আমাদের হাতের কাছে বাড়িতে। আর তার জন্য লাগবে সামান্য কিছু উপকরণ। প্রথমে যেটা লাগবে সেটা হল ভিটামিন ই ক্যাপসুল এর যে তেলটা সেটা। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে গোলাপজল। পুরো মিশ্রণটা ভালো করে মুখের মধ্যে ম্যাসাজ করে রেখে দিতে হবে ধুলে হবে না। এরপর আরেকটা ভিটামিন ই ক্যাপসুল এর তেল নিয়ে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখের মধ্যে আবার মেসেজ করতে হবে। এরপর মুখটা না ধুয়ে একটা টিস্যু পেপার নিয়ে হালকা হালকা ডাব করে অ্যাক্সেস অয়েলটা তুলে নিতে হবে।  এরপর হচ্ছে লাস্ট স্টেপ। তার জন্য আবার প্রয়োজন একটা ভিটামিন ই ক্যাপসুল। আর লাগবে একটা এলোভেরা গাছের পাতা। এক্ষেত্রে শুধুমাত্র এলোভেরা গাছের পাতাটাই ব্যবহার করতে হবে বাজার চলতি কোন অ্যালোভেরা জেল নয়। অ্যালোভেরা পাতা টাকে ছোট্ট চৌকো টুকরো করে কেটে নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে দিতে হবে ওই ভিটামিন ই ক্যাপসুল এর তেলটা। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে ম্যাসাজ করতে হবে পাতা সমেত। ১৫ মিনিট ধরে মেসেজ করতে হবে। তারপর ১৫ মিনিট দিতে হবে জিনিসটা শুকনোর জন্য। তারপর সামান্য জল দিয়ে পুরো একটা ভালো করে ধুয়ে ফেলতে হবে। করে দেখো বন্ধুরা। সামান্য এই উপকরণ দিয়েই দারুন ফেসিয়াল হবে বাড়িতে।

Vit -E Capsule

বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll