এবার উৎসবে ঘরে বসেই গোল্ড ফেসিয়াল করে নিন আর ঝলমলে উজ্জ্বল ত্বক পেয়ে যান

উৎসব মানেই একটা আলাদা অনুভূতি। আর দেখতে দেখতেও দুর্গা পুজো প্রায় এসে গিয়েছে। তবে উৎসবের মরশুমে অনেকেই ঘর সাজানোর পাশাপাশি নতুন করে সাজিয়ে নিতে পছন্দ করেন। চটজলদি উপায় পেতে অনেকেই ফেসিয়াল করতে পছন্দ করেন। বর্তমান সময়ে ফেসিয়াল এর ব্যবহার ব্যাপক থেকে ব্যাপকতরও বেড়ে গিয়েছে। বিভিন্ন ধরনের বিউটি পার্লারে বিভিন্ন ফেসিয়াল করা হয়। তবে ত্বকের পরিচর্যায় গোল্ড ফেসিয়াল অত্যন্ত জনপ্রিয়। কাঁচা সোনার উজ্জ্বলতা মেশানো ত্বক কে না চায়। কিন্তু গোল্ড ফেসিয়াল বেশ খরচ সাপেক্ষ। তবে বাড়িতে ঘরোয়া পদ্ধতির ওপর যদি ভরসা রাখা যায় তাহলে বাড়িতেই করে নেওয়া যেতে পারে গোল্ড ফেসিয়াল। আর তাও স্বল্প খরচের মধ্যেই।

1_5_0.jpg

 ত্বকের সোনা বলতে অনেকেই বলেন হলুদ। সত্যি হলুদ আমাদের ত্বকের আলাদাই পরিচর্যার দায়িত্ব নিয়ে থাকে। তবে ফেসিয়াল এর মোট চারটি ধাপ রয়েছে। প্রত্যেকটি ধাপের সঙ্গেই ম্যাসাজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি ক্লিনজিং। তার জন্য লাগবে কাঁচা দুধ। তবে এটা সামান্য জাল দিয়ে ব্যবহার করা যেতে পারে। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চিমটে হলুদ এবং অল্প একটু লেবুর রস। এরপর সেই মিশ্রণটাকে মুখে তুলো দিয়ে ব্যবহার করতে হবে। প্রথম ধাপেই অনেকটা উজ্জ্বলতা চোখে পড়বে। তবে যেহেতু দুধ থাকবে তাই একটু তৈলাক্ত ব্যাপার আসবে। সেক্ষেত্রে একটা তোয়ালে কি গরম জলে চুবিয়ে নিয়ে মুখটা ভালো করে মুছে নিতে হবে। এরপর আসবে স্ক্রাবিং।

2_6_0.jpg

 এর মাধ্যমে আমাদের ত্বকের যে ডেড সেলগুলি রয়েছে সেগুলি উঠে আসবে খুব সহজে। মূল যে উপকরণ লাগবে সেটা হল চিনি। চিনিটাকে একটু গুরিয়ে নিতে হবে। তাতে সামান্য কয়েক ঘন্টা লেবুর রস এবং অল্প মধু মিশিয়ে নিতে হবে। যদি কারোর চিনিতে সমস্যা থাকে তাহলে সে ক্ষেত্রে তারা চালের গুঁড়ো অথবা মসুর ডালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। বাকি উপকরণ সব এক রকমই থাকবে।  ভালো করে আলতো হাতে স্ক্রাবিং করে নেওয়ার পর মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটা তোয়ালেকে গরম জলে চুবিয়ে মুখের মধ্যে চেপে ধরে রাখতে হবে। একবার নয় দুবার করলেই ভালো।

3_2_0.jpg

এরপর আসবে ম্যাসাজ। সেই পুরনো উপকরণ টক দই তাতে সামান্য হলুদ, অল্প মধু এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল অথবা নারকেল তেল  মিশিয়ে নিয়ে মুখের মধ্যে ম্যাসাজ করতে হবে। যত ভালো করে মেসেজ করা যাবে তত ভালো আমাদের শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। আর রক্ত সঞ্চালন হওয়া খুব ভালো ব্যাপার। এটা নিজে থেকেই আমাদের ত্বককে উজ্জ্বল করে দেয়। সবশেষে আসবে প্যাক। তার জন্য লাগবে অল্প ব্যাসন, এক চিমটি মত হলুদ এক চামচ টক দই এবং অল্প মধু। তবে এটা যে শুধুমাত্র মুখে বা ঘাড়ে করা যাবে এমনটা নয় হাতেও ব্যবহার করা যেতে পারে সে ক্ষেত্রে উপকরণগুলো আরেকটু বাড়িয়ে নিতে হবে পরিমাণ মতো। এই প্যাক রাখার পর আবার গরম জলে হালকা করে ধুয়ে নিতে হবে। এত ভালো ফলাফল পাওয়া যাবে যা হয়তো পার্লারে ও পাওয়া যাবে না। আর প্রত্যেকটা উপকরণ ঘরেই থাকে একই সঙ্গে প্রত্যেকটা উপাদান প্রাকৃতিক কেমিক্যালের কোন ব্যাপারই নেই। তাই ত্বকও সুস্থ থাকবে।

4_1_0.jpg

 

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll