ঠোটের উপরে লোম তুলে ফেলার ঘরোয়া পদ্ধতি

আমাদের অনেকের শরীরেই লোম বেশি থাকে। যে কারণে অনেক সময় আমাদের দেখতে বাজে লাগে। বিশেষ করে মুখে লোম এর পরিমাণ বেশি থাকলে জিনিসটা মোটেই স্বস্তিদায়ক হয় না। আবার অতিরিক্ত লোন থাকার ফলে যদি পরিষ্কার ভাবে মুখ না ধোয়া যায় তাহলে সেখান থেকেই ব্ল্যাকহেডস হোয়াইটহেডস অথবা ব্রনর মতো সমস্যা দেখা দেয়।

lips-1690875_1920_1_0.jpg

 শিখেছে আমাদের মুখ পরিষ্কার রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত এই লোমকে কিভাবে মোকাবিলা করা যায়? আমরা অনেকেই পার্লারে গিয়ে মুখের অতিরিক্ত লোম তুলে আসতে পারি। কিন্তু কেউ যদি মনে করি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে সমস্যা থেকে মুক্তি তাহলে তার জন্য রইল এই উপায়। এক চামচ বেসন, এক চামচ ময়দা এবং কয়েক ফোটা নারকেল তেল। যদি তেলের সমস্যা থাকে তাহলে কয়েক ফোটা গোলাপজল। কিছু না হলে এমনি জল ব্যবহার করতে পারেন। জিনিসটা একটা কাদা কাদা লেই বানিয়ে ঠোঁটের ওপরের অংশে লাগিয়ে নিতে হবে। তারপর শুকনো হাতে দিয়ে আস্তে আস্তে টেনে তুলতে হবে। যদি টেনে তুলতে অসুবিধা হয় তাহলে জল দিয়ে হালকা ভিজিয়ে নিয়ে ঘষে তুলে নিলেই দেখবে অনেকটা লোম উঠে গেছে। অনেকের আবার গালে এই লোমের সমস্যা থাকে। তারা সেখানেও এই একই পদ্ধতি ব্যবহার করতে পারো।

beautiful-flowers-3490311_1920_0.jpg

 নিয়মিত ব্যবহারে দেখবে মুখের অবাঞ্ছিত লোমের অনেকটাই গ্রোথ কমে গেছে। তাহলে কেমন লাগলো আজকের এই সহজ উপায়। 

এমনই বিভিন্ন তথ্য বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন। এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret  সাবস্ক্রাইব করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll