আপনার সুন্দর ঠোঁট দুটিতে জ্বর ঠোসা হলে কি করবেন? কিছু ঘরোয়া উপায় জেনে নিন। | Health & Beauty Tips | Jinia De |
ছোটবেলায় জ্বর হলেই মায়েরা বলতেন, টক খাবি না, নাহলে জ্বর ঠোসা বেরোবে ঠোঁটে। তাই আমরা ভয়ে টক খেতাম না। এটা যে, সবার ক্ষেত্রেই হয় তা নয়। তবে বেশির ভাগ মানুষেরই হয়। কেন হয় এই জ্বর ঠোসা! সেটা ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে হতে পারে। আবার জ্বর হলেও হতে পারে। আমাদের ঠোঁটে লাল ছোট ফুসকুড়ি মত হয়ে থাকে। যদি দেখেন যে, আপনার জ্বর কমার পর দশ-বারো দিন পরেও জ্বর ঠোসা কমছে না বা ধুম জ্বরের মধ্যে ওই জ্বর ঠোসার ব্যথা বাড়ছে তাহলে অবশ্যই চিকিৎসকের পারামর্শ নিন। এটা কোনো চিন্তার বিষয় নয়। অনেক সময় ভিটামিনের অভাব হলেও এটা হতে পারে।
• এই সময় খুব ঝাল মসলা খাবার কম খাবেন।
• ঠোঁটে যে স্থানে ফুসকুড়ি হয়েছে সেখানে একটু বরফ লাগালে কমে যায়।
• ঠোঁটে মধু লাগালে জ্বর ঠোসা সেরে যেতে পারে।
• এই সময় ঠোঁটে চুম্বন করবেন না। কারণ এটি ছোঁয়াচে এবং সেটা সংক্রামিত হতে পারে।
এই আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।