মেচেতার দাগ নিরাময়ের এক সহজ উপায় জেনে রাখুন

 মেচেতা আমাদের সবার কমবেশি মেয়েদের মুখে রাখা যায়। তবে এটি তো শুধু মেয়েদের সমস্যা এমনটা নয়। যে ত্বক যত বেশি সূর্যের আলো পায় তার মুখেই বিভিন্ন ধরনের কালো ছোপ কিংবা মেচেতা দেখা যায়। তবে কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেই এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

woman-1867431_1920_0.jpg

 আতপ চালের গুড়োকে বাড়িতে ভালো করে বেটে নিতে হবে। তারপর ছেঁকে নিয়ে শুধু পাউডারটাকে নিয়ে নিতে হবে। এবার এক চামচ চালের গুড়ের মধ্যে, লেবু অথবা টমেটো জুস অথবা আলুর রস, অ্যালোভেরা, কফি অথবা চন্দন পাউডার মিশিয়ে ভালো ওই কালো দাগের মধ্যে লাগিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। সপ্তাহে এক থেকে দু দিন নিয়মিত এই পদ্ধতি ব্যবহার করলে খুব সহজেই সমস্যা মিটে যাবে।

woman-6557552_1920_0.jpg

 ছোট্ট সমস্যার কিছু ছোট্ট সমাধান রয়েছে।  

এই ব্যাপারে আরও বিশদে জানতে আমাদের চ্যানেল Bengal Fusion কে সাবস্ক্রাইব করুন এবং নিচের লিংকটি ক্লিক করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll