চোখের পাতায় অঞ্জনি হলে কি করবেন? জেনে নিন দুটি সহজ ঘরোয়া টোটকা। | Heath & Beauty Tips | Jinia De |
চোখের পাতায় এক ধরণের ফোঁড়ার মত হয়ে থাকে যাকে আমরা অঞ্জনি বলি। এর ফলে চোখের পাতা ফুলে ওঠে এবং ভীষণ ব্যথা শুরু হয়। চিকিৎসকদের মতে, চোখের পাতায় যে এক ধরণের তেল গ্রন্থি থাকে। সেই তেল গ্রন্থিগুলোতে যদি ধুলো জমে বা তেল জমতে শুরু করে তাহলে সেখানে এক ধরণের ব্যাকটেরিয়া জন্মায়। সেটাই অঞ্জনির সৃষ্টি করে। এই অঞ্জনি হলে কিভাবে ঘরোয়া উপায় তা সারিয়ে তুলবেন। তবে যদি এই অঞ্জনি বেশি বাড়াবাড়ি পর্যায় চলে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
• গরম সেঁক দিন ওই অঞ্জনিতে। এখন তো অনেকেই চায়ের ব্যগ ব্যবহার করেন, সেই চায়ের ব্যগ গরম জলে ডুবিয়ে ভালো করে জল বের করে নিয়ে চোখের পাতায় লাগান। তবে মনে রাখবেন চোখের মধ্যে কিন্তু গরম কিছু দেবেন না। গরম জলে তোয়ালে ভিজিয়ে সেই গরম তাপটা দিন চোখে।
• এই সময় চোখে কোনো রকম মেকআপ ব্যবহার করবেন না। বাচ্চাদের সাবান দিয়ে মুখ ধোবেন, বেশি ক্ষার জাতীয় সাবান ব্যবহার করবেন না।
• হাতি শুর পাতার রস একটু গরম জলের ওপর বসিয়ে গরম করে নিন একটা পাত্রে। একটা পাত্রে জল গরম করে তার ওপর আরেকটা পাত্রে হাতি শুর পাতার রস নিয়ে সেটা গরম করে নিন। তারপর সেটা ওই জায়গায় লাগান। চোখের ভিতরে কিন্তু দেবেন না।
এই ঘরোয়া টোটকা গুলো সাবধানতার সাথে ব্যবহার করবেন। চোখের পাতায় যে অংশে অঞ্জনি হয়েছে সেই অংশেই টোটকা গুলো ব্যবহার করুন। দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।