কনুইয়ের ব্যথা কখন হয় এবং কাদের হয়? এর থেকে কিভাবে নিরাময় সম্ভব? | Tennis Elbow | Dr. Chinmoy Roy |

বর্তমান পরিস্থিতিতে আমরা বিভিন্ন রোগের শিকার হয়ে থাকি। এর মধ্যে কি রোগ আমাদের শরীরে দারুন ব্যথার সৃষ্টি করে। এই রকমই একটি সমস্যা হলো, Tennis Elbow।

man-80638_1920_0.jpg

• Tennis Elbow কি?

এই রোগের ক্ষেত্রে কনুইয়ের বাইরের দিকের অংশে একটা বিন্দুতে প্রচন্ড ব্যথা হয়। নাম অনুসারে এই টেনিস এলবো যারা টেনিস খেলে তাদের বেশি হয়। কিন্তু ভারতবর্ষে টেনিস খেলোয়াড় কম হলেও, এই রোগ কিন্তু কম নয়। ফলে বোঝাই যাচ্ছে যে, টেনিস এলবো রোগটা সম্পূর্ণ টেনিস খেলার সাথে সম্পর্কিত নয়। এই সমস্যা মূলত হয় হাতের সঞ্চালনের ওপর নির্ভর করে। হাতের কনুইয়ের পেশীগুলো একপ্রকার খারাপ হয়ে যায়। যার ফলে এই ব্যথার উৎপত্তি হয়।

• এই সমস্যায় কি কি লক্ষ্যণ দেখা যায়?

হ্যান্ডশেক করতে গেলে হাতে লাগে আবার চায়ের কাপ তুলতে গেলে হঠাৎ করে চায়ের কাপটা পড়ে গেলো। অর্থাৎ হাতের ধরার ক্ষমতা কমে যায়।

agree-1238964_1920_0.jpg

• কাদের হয় এই সমস্যা?

এই সমস্যা মূলত হাতের কাজের ওপর নির্ভর করে। যেমন রঙ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি ইত্যাদি এই সমস্ত মানুষের মধ্যে এই রোগ দেখা যায়।

• রোগ নিরাময়ের উপায়?

রোগ নির্ণয়ের পর কিছু দিনের জন্যে হাতের সঞ্চালনের ওপর কিছু বাধা নিষেধ জারি করা হয়। এছাড়া, দু ধরণের ইনজেকশন দেওয়া হয়। পি আর পি আর স্টেরোইড ইনজেকশন দেওয়া হয়। আর রোগীর শরীরের রক্ত থেকে প্লেটলেট বের করে, সেটাকে একটু প্রসেস করে কনুইয়ে দেওয়া হয়। এই সমস্ত চিকিৎসায় ১৫-২০ মিনিট সময় লাগে। এক্ষেত্রে আলট্রা সাউন্ড পদ্ধতিতে ব্যথার জায়গাটা দেখে তারপর সেখানে ইনজেকশন দেওয়া হয়। পি আর পি ইনজেকশনটা একটু দেরিতে কাজ করে এবং স্টেরোইড ইনজেকশনটা তাড়াতাড়ি কাজ করে। এই ধরণের ইনজেকশনে বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না।

syringe-417786_1920_1_0.jpg

আশা করি আপনাদের কাছে Tennis Elbow সমস্যাটি অনেকটাই পরিষ্কার হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll