মাঝবয়সীদের নাছোড় যৌন ভাবনার উপায় ও তার প্রতিকার। Mental Health Awareness | Dr. Tanmoy Mitra |

আমাদের জীবনে সব কিছুর প্রয়োজনীয়তা আছে, সেটা ভালোবাসা, স্নেহ, মততা কিংবা যৌনতা। কিন্তু কোনো কিছুই মাত্রাতিরিক্ত ভালো নয়। বর্তমান সময়ে আমরা খুব অল্প বয়স থেকেই যৌনতা সম্পর্কে ধারণা তৈরী করতে পারি এই নেট দুনিয়ার মাধ্যমে। খুব অল্প বয়সেই মানুষ এই দিকে আকৃষ্ট হয়, নিষিদ্ধ দুনিয়ার দিকে মানুষের ঝোঁক চিরকালই বেশি। তবে কিছু মানুষ আছেন যারা এই নিষিদ্ধ দুনিয়ার প্রতি নাছোড়বান্দা। অনেকেই মনোবিদের কাছে যান এবং এই ঘোর থেকে বেরিয়ে আসার উপায় চান।

couple-1718244_1920_0.jpg

• অনেকেই এমন আছেন যারা রাতের বেশিরভাগ সময়টা বিভিন্ন নিষিদ্ধ সাইটে নানান যৌন ভিডিও দেখেন এবং সকালে উঠতে দেরি হয়ে যায়। এমন অনেক সময় দেখা যায় যে, পরেরদিন সকালে খুব গুরুত্বপূর্ণ কাজ থাকলেও তারা রাতের বেশির ভাগ সময়টা নানান ভিডিও দেখে কাটিয়ে দেন। এমন কি সকালে নানান কাজের মধ্যেও তারা একটু অবসর পেলেই পর্ন ভিডিও দেখা শুরু করেন। এটা হয়তো আপনি বা আমি মানুষটাকে দেখলে বুঝতে পারবো না। কিন্তু, এনাদের যারা সঙ্গী বা সঙ্গিনী থাকেন তারা বিষয়টা লক্ষ করেন। এই বিষয়টা ওদের মধ্যেও একটা অস্বস্তি তৈরী করে। তাদের সঙ্গীদের মনে হতে পারে যে, আমরা কি তাদের সন্তুষ্ট করতে পারছি না! নাকি তারা আমাদের সাথে সুখী নয়। কিন্তু, যারা এই সমস্যার মধ্যে দিয়ে সেটা কিছুতেই অন্যদের বোঝাতে পারেন না। তারা যে একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা অনেকেই বোঝেন না।

note-3205466_1920.jpg
 

 

 

 

 

 

 

 

 

 

 

• এই ধরনের সমস্যা মূলত হয়, মানসিক চাপ থেকে, ছোটবেলার বেড়ে ওঠার ধরণ থেকে কিংবা অতীতের কোনো ঘটনার প্রভাবে। আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে তাহলে তাদের সাথে কথা বলুন, দরকার হলে মনোবিদের সাথে যোগাযোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll