অনিয়মিত ঋতুস্রাব কতটা ক্ষতিকর? কিভাবে এর থেকে সাবধান হবেন? | Irregular Menstruatuon | Dr. Manas Chakrabarti |

ঋতুস্রাব মহিলাদের একটি সাধারণ বিষয়। কিন্তু এটি ভীষণ গুরুত্বপূর্ণও। তাই ঋতুস্রাব অনিয়মিত হলে আমরা মেয়েরা বেশ চিন্তিত হয়ে পড়ি। আসুন জানা যাক অমিয়মিত ঋতুস্রাব কতটা ক্ষতিকর।

• প্রত্যেকটা মেয়েরই একটা নির্দিষ্ট সময় অন্তর রক্তপাত হয় অর্থাৎ প্রতিটা মেয়েরই মাসিকের একটা ছন্দ থাকে। এই ছন্দ কখনো যদি ব্যহত হয়, বিশেষ করে চল্লিশের ওপরে গেলে আমাদের মাঝে মাঝে এই রকম অনিয়মিত ঋতুস্রাব হয়। সেটা কিন্তু চিকিৎসকের গোচরে আনতে হবে।

girl-2786277_1920_0.jpg

• চল্লিশের আগেও অনেক সময় অনিয়মিত ঋতুস্রাব হতে পারে, তবে সেটা ওষুধ দিয়ে ঠিক করা যায়। কিন্তু চল্লিশের পর এই সমস্যা হলে এটা কিন্তু অন্য কোনো রোগের হাতছানি হতে পারে। পঞ্চাশের উর্দ্ধে যখন Menopouse হয় তখন মূলত অনিয়মিত ঋতুস্রাব হয়। তবে সেক্ষেত্রে চিকিৎসককে দেখান। আর যদি Menopause এর পরও সামান্য রক্তপাত হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।

woman-3303560_1920_0.jpg

ভয় না পেয়ে, সচেতন হোন এবং বাকিদের সচেতন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll