বাড়িতে ভীষণ দুরন্ত বাচ্চাকে নিয়ে সমস্যা? কি কি উপায় এর সমাধান হতে পারে জেনে নিন। | ADHD | Dr. Shiladitya Mukherjee |

আমাদের সকলের বাড়িতে অথবা আশেপাশে বাচ্চারা আছে। বাচ্চা মানেই আমরা মনে করি দুরন্ত, দুষ্টু, সারাদিন দৌড়ঝাপ করে বেড়ানো একটা মুক্তো প্রাণ। কিন্তু অনেক সময়ই দেখা যায় বাচ্চার এই দুরন্তপনা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। সে ক্রমশ অবাধ্য এবং বদমেজাজি হয়ে পড়ছে। তাকে আটকাতে বাড়ির বড়োদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। যদি এমনই পরিস্থিতি আপনার বাচ্চার বা আশেপাশে কোনো বাচ্চার হয়ে থাকে তাহলে একটু সাবধান হোন।

child-g0e7b623c4_1920_0.jpg

• বাচ্চাদের এই রকম অবাধ্য দুরন্তভাব কিন্তু এক ধরণের মানসিক রোগের লক্ষণ। যাকে চিকিৎসকের ভাষায় বলা হয় ADHD বা Attention Deficit Hyperactivity Disorder। তবে সব বাচ্চাই যে এই সমস্যার স্বীকার তা কিন্তু নয়। আপনার বাচ্চা দুরন্ত হতেই পারে কিন্তু সেটা সব সময়ই যে ADHD লক্ষণ তা কিন্তু নয়। এখানে দুটো বিষয় আছে একটা হলো মনোযোগের অভাব বা Attention Deficit। সেক্ষেত্রে বাচ্চাটাকে কোনো কথা বললে সে বুঝতে পারে না অর্থাৎ মনোযোগ নেই। অন্য একটি বিষয় হলো Hyperactivity Disorder অর্থাৎ বাচ্চাটা সারাক্ষন দৌড়াচ্ছে কোনো ভাবেই সে শান্ত হয়ে কোথাও বসতে পারছে না। যার ফলে স্কুলেও সে মনোযোগ দিতে পারছে না। পড়াশোনায় পিছিয়ে পড়ছে। স্কুলে এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে সারাক্ষন লাফিয়ে বেড়াচ্ছে। কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে, তারা কথায় কথায় রেগে যাচ্ছে বাড়ির লোকের সাথে বাজে ব্যবহার করছে কিন্তু বাইরের অচেনা মানুষের সাথে তার কোনো সমস্যা নেই। সেটা কিন্তু ADHD নয়। এটা অন্য রোগে লক্ষণ।

love-g59a81dd68_1920_0.jpg

• এই রোগ দেখা দিলে আপনার বাচ্চাকে অবশ্যই মনোবিদের কাছে নিয়ে যান। কারণ এই সমস্যা শুধুমাত্র কাউন্সিলিং করে ঠিক করা সম্ভব নয়, তার জন্যে ওষুধের দরকার যাকে বলা হয় ফার্মকো থেরাপি। তবে ছোটো বাচ্চা কতটা কাউন্সিলিং বুঝতে পারবে সেটা খুব সমস্যার বিষয়। সেক্ষেত্রে বাবা-মা'র কাউন্সিলিং খুব দরকার। এই অবস্থায় বাচ্চার যত্ন কিভাবে নেবেন বা কিভাবে তার সাথে ব্যবহার করবেন। এই সময় বাচ্চাকে খুব বেশি বকাঝকা করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে বাচ্চা পরিবারের বিরুদ্ধে চলে যেতে পারে।

kid-g2e46a378a_1920_0_0.jpg

এটা কোনো হালকা ব্যাপার নয়। এই সময় বাচ্চার সাথে বাবা-মা'র থাকাটা ভীষণ জরুরী। দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll