আজকাল মধ্যবয়সেও সংসার ভাঙছে, এর কারণ কি এবং কেন? | মনোবিদ কি বলছেন | Midlife Crisis and Divorce | Dr. Jayita Saha |

আজকাল দেখা যায় বিয়ের কুড়ি-ত্রিশ বছর পর বিয়ে ভেঙে যাচ্ছে, এই বিবাহ বিচ্ছেদ কেন আজ এটাই আজকের বিষয়। বিয়ের প্রথম দিকে মানিয়ে নেওয়ার সমস্যা, মনোমালিন্য ইত্যাদি থেকে বিয়ে ভেঙে যায় বা ডিভোর্স হয়ে যায়। এটা আমরা প্রায় দেখি কিন্তু এখন এমন কিছু ঘটনা দেখা যাচ্ছে সেখানে মধ্যবয়সে বিয়ে ভেঙে যাচ্ছে। দেখা গেছে যে, একটা পাঁচিশ বছরের ছেলে আছে তারপরেও ভদ্রলোক তার স্ত্রীকে বলেছেন যে, তার পক্ষে আর এই সম্পর্কে থাকা সম্ভব নয়। তার স্ত্রী অবাক এবং অসহায় হয়ে পড়েছেন। এখন সময় এসেছে এই বিষয়টা নিয়ে ভেবে দেখার।

tears-g2ba79d378_1920_0.jpg

• মধ্য বয়সে অনেক সময়ই দেখা যায় যে, একজন মানুষ মনে করেন আমি বিয়ে করে যা চেয়েছিলাম সেটা পেলাম না। অন্যরা অনেক বেশি এগিয়ে গেছে, অনেক বেশি জীবনে উন্নতি করেছেন। এছাড়া, এই সময় নানা রকম শারীরিক পরিবর্তন আসে। মহিলাদের ক্ষেত্রে মেনপোস ইত্যাদি। আবার সন্তান বাইরে চলে গেছে কাজের সূত্রে সেখান থেকেও একাকিত্ব কাজ করে। এগুলোই মিডলাইফ ক্রাইসিসের লক্ষণ। আর এই সময়ই সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন চলে। বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় সম্পর্কের মধ্যে। দেখা যায় এই সময় স্বামী বা স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন আর সেখান থেকেই একটা মানসিক দূরত্ব সৃষ্টি হচ্ছে। এই সময়ে যদি কোনো বান্ধবী বা বন্ধু জীবনে আসে তাহলে আমরা সেই দিকে আকৃষ্ট হয়ে পড়ি। আর সেখান থেকেই বিবাহ বিচ্ছেদ ঘটে। এটা প্রায়ই ঘটে।

people-gf25786e80_1920_0.jpg

• এমনও দেখা গেছে যে, বহুদিন বিবাহ সম্পর্কে থাকার পর তারা বিচ্ছেদ চান, তারা মনে করেন যে, এটা চেয়েছিলাম সেটা আমরা পাইনি। অনেকেরই মনে হতে পারে যে, তারা তাহলে এতো বছর একসাথে থাকলেন কেন! সেক্ষেত্রে দেখা যায় যে, সম্পর্কটা তাদের মধ্যে অনেক দিন আগেই শেষে হয়ে গেছিলো। শুধু তারা তাদের সন্তানদের কথা ভেবে থেকে গেছেন। এখন সন্তান বড়ো হয়ে যাওয়ায় তাদের মনে হচ্ছে আর এক সাথে থেকে লাভ নেই। আর সেখান থেকেই বিবাহ বিচ্ছেদ দেখা যায়।

breakup-g7881d2c53_1280_0.jpg

• জীবন একটাই তার তাই একটাই বিষয় এক্ষেত্রে বলার যে, যে যে বিষয়গুলো সহ্য করার মতো সেগুলো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, ভেবে দেখুন। আর কিছু বিষয় আছে যেগুলো সত্যি মানিয়ে নেওয়া যায় না। জীবনে কোনো বড়ো সিদ্বান্ত হঠাৎ করে নেবেন না। যার ফলে পরবর্তীকালে আপসোস করতে হয়। প্রয়োজন হলে মারিটাল কাউন্সিলিং করান। সম্পর্ক ভাঙা খুব সহজ কিন্তু সেটাকে বয়ে নিয়ে যাওয়া খুব কঠিন। তাই ভেঙে ফেলার আগে আরেকবার নতুন করে শুরু করার চেষ্টা করুন।

 

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll