মুখের ত্বকে ছোট ছোট গুটি কেন হয়?
অনেকেরই মুখের মধ্যে অথবা হাত পায় ছোট ছোট গুটি দেখতে পাওয়া যায়। এগুলি ব্রনো কিংবা অ্যাকনের মত এতটা মারাত্মক আকারে না হলেও বেশ বিরক্তিকর। তবে অধিকাংশ ক্ষেত্রে যাদের ত্বক তৈলাক্ত তাদের এই সমস্যা বেশি দেখা দেয়। এছাড়া রোজকার পলিউশন কিংবা কাজকর্মে ব্যস্ত থাকার কারণে অথবা স্ট্রেসের কারণেও এই ধরনের গুটিগুটি দেখতে পাওয়া যায় ত্বকে।
তবে ঘরোয়া পদ্ধতিতে এগুলিকে মোকাবিলা করা সম্ভব। যাদের তৈলাক ছাতক তারাও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন আর যাদের এই ধরনের গুটি দেখা দিয়েছে তোকে তারা তো অবশ্যই করবেন। এর জন্য লাগবে ব্যাসন, চন্দনের গুঁড়ো এবং এক চিমটে কস্তুরী হলুদ। পরিমাণ মতো জিনিসগুলি নিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এটা ফেসওয়াশ এর মত মুখে মেসেজ করে লাগিয়ে রাখতে হবে কিছুক্ষণ। পাঁচ মিনিট পর এটা ধুয়ে ফেলে তারপর লাগাতে হবে জল ঝরানো টক দই তাতে দিতে হবে অল্প কফি, পাতিলেবুর রস আর চিনি। এক্ষেত্রে চিনিটাকে হালকা গুঁড়ো করে নিলে ভালো। কারণ চিনি একটু ধারালো আর ত্বকের ক্ষেত্রে সেটা ক্ষতিকর হতে পারে। তাই হালকা গুঁড়ো করে নিয়ে একটা স্ক্রাবারের মতো পেস্ট বানাতে হবে। এবার হালকা করে সেটা মেসেজ করতে হবে ওই জায়গায়। এটা কিছুক্ষণ পর ধুয়ে ফেলে কিছুটা এলোভেরা জেল এবং তাতে টি ট্রি অয়েল এই ক্যাপসুল এর কয়েকটা ফোঁটা মিশিয়ে নিয়ে তোকে ভালোভাবে মেসেজ করে নিতে হবে। সব থেকে ভালো হয় যদি পুরো পদ্ধতিটা রাতের দিকে করা যায় অর্থাৎ শুতে যাওয়ার কিছুক্ষণ আগে। তাহলে ওই ময়েশ্চারাইজারটা মুখের মধ্যে থাকবে এবং তাকে ভালোভাবে কাজ করতে পারবে। সপ্তাহে মাত্র দুদিন ব্যবহারেই উপকার পাওয়া যাবে।
এইরকমই বিভিন্ন উপকারী টিপস পেতে নিচের লিংকটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।