নতুন বাসনের চটচটে আঠালো স্টিকার উঠে যাবে খুব সহজেই

স্টেনলেসস্টিলের বাসন যখন আমরা কিনি তখন তার মধ্যে একটা স্টিকার আটকানো থাকে। আর ওই স্টিকার যখন আমরা তুলতে যাই তখন আঠা এতটাই শক্তভাবে লাগানো থাকে ওই স্টিকারে যে স্টিকার তুলে নিলেও আঠা থালার মধ্যেই থেকে যায়। আর পরে সেই আঠা যতবার তোলার চেষ্টা করা হয় সেটা আরো চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং বাসনটাও নোংরা হয়ে যায়। তাহলে সেটা তুলব কিভাবে?

Buy KCL Beeding Stainless Steel Plate - 11 Inch Online at Low Prices in  India - Amazon.in

 নতুন বাসন কেনার পর সেটা গ্যাসের একটু ওপরে ধরে রাখতে হবে। একটু গরম হলেই ঐ স্টিকারটা যখন তুলবে তখন দেখবে আঠা সমেত স্টিকার উঠে এসেছে। একবার চেষ্টা করে দেখ দারুন ফলাফল পাবে।

 

এমনই ছোট ছোট টিপস যদি আরও পেতে চান তাহলে নিচের লিঙ্কটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll