জামার কলারের কালো দাগ তোলার ঘরোয়া উপায়। | JINIA's Tuki Taki | Jinia De |
জামার কলারের কালো দাগ হয়ে যায়, বিশেষ করে সাদা রঙের বা হাল্কা রঙের জামায় সেটা আরও ভালো করে বোঝা যায়। সেক্ষেত্রে সাবান দিয়ে সহজে ওঠেনা। বেশি ঘষলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ঘোরায় উপায় এই দাগ কিভাবে তোলা যায়, আজকে আমরা জানবো।
• জামার কলারে ট্যালকাম পাউডার জলে গুলে কাঁদার মত করে লাগিয়ে আগের দিন রাতে রেখে দিন। তারপর সকাল বেলা ওই জায়গায় সাবান দিয়ে ঘষে তুলে নিন। আপনার জামা একদম পরিষ্কার হয়ে যাবে।
ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।