ননস্টিক প্যানের তেলচিটে ভাব কিভাবে দূর করবেন? | JINIA's Tuki Taki | Jinia De |

আমাদের এখন সবারই বাড়িতে ননস্টিক প্যান থাকে। বিভিন্ন রান্না করা হয় তাতে। এই রান্নার ফলে বিশেষ করে ভাজাভুজি করার ফলে প্যানে তেলচিটে ভাব হয়ে যায়। সেই তেলচিটে ভাব সহজে তোলা যায় না। কারণ আমরা অন্যান্য বাসনের মত এটায় জোরে জোরে স্ক্রাবার দিয়ে ঘষতে পারিনা। তাহলে কি করলে, এই সমস্যা দূর হবে!

render-5352379_1920_0.jpg

• ননস্টিক প্যানে তিন কাপ মত জল নিন। তাতে একটু নুন আর ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ৫-৬ মিনিট ফোটান। তারপর ঠান্ডা করুন ওই প্যানেই। এরপর জলটা ফেলে প্যানটা ভালো করে সাধারণ স্ক্রাবার দিয়ে হালকা করে ঘষে ধুয়ে নিন। আপনার প্যানের তেলচিটে ভাব দূর হয়ে যাবে। আপনার প্যান সুন্দর চকচকে হয়ে উঠবে।

soap-dispenser-2337697_1920_0.jpg

ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। 

 

এই আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll