কনুই ও হাঁটুর কালচে ছোপ দূর করার সহজ উপায়। | Health & Beauty Tips | Jinia De |

আমাদের হাত পা সুন্দর থাকলেও অনেক সময় দেখা যায় যে, কনুই এবং হাঁটুর জায়গাটা অনেকটা কালো হয়ে আছে। অর্থাৎ একটা কালচে ছোপ হয়ে আছে। পুরো হাত বা পা'টা সুন্দর থাকলেও ঔ দুটো জায়গায় কালচে হয়ে আছে। এক্ষেত্রে ঘরোয়া উপায় এই ছোপ দূর করার সহজ উপায় আজ আমরা জানবো।

injury-199025_1920_1_0.jpg

• কনুই ও হাঁটুর কালচে ছোপ দূর করার সহজ উপায় :

১) এক চামচ ব্যসন, এক চামচ দই, কয়েক ফোঁটা লেবুর রস আর একটু চিনি ভালো করে মিশিয়ে নিন। সেই মিশ্রণটাকে কনুইয়ে এবং হাতে ভালো করে ৫-১০ মিনিট ম্যাসাজ করুন, ঘড়ির কাটার দিকে। তারপর হালকা গরম জলে বা ঠান্ডা জলে ধুয়ে নিন। সপ্তাহে দু দিন করুন এটা।

lime-2481346_1920_1_0.jpg

২) একটু চিনি জলে গুলে নিন, তার সাথে একটু লেবুর রস নিন। সেই মিশ্রণটিকে কনুই ও হাতে লাগান। তারপর ম্যাসাজ করুন ১০ মিনিট এবং একই ভাবে ধুয়ে ফেলুন।

৩) অলিভি অয়েল এবং একটু চিনি মিশিয়ে লাগান কনুই এবং হাতে। একই ভাবে ম্যাসাজ করে ধুয়ে দিন।

olive-oil-968657_1920_0.jpg

এই পদ্ধতিগুলো এক মাস করে দেখুন। কালচে দাগ হাল্কা হতে হতে একদম মিলিয়ে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll