কথায় কথায় কি অযথা কানে খোঁচাখুঁচি করেন? একটু সাবধান। অজান্তেই কি বিপদ ডেকে আনছেন জেনে নিন। | Health & Beauty Tips | Jinia De |

কথায় কথায় আমরা কান খোঁচাই। অনেকের মুদ্রাদোষও হয়ে থাকে এই কথায় কথায় কান খোঁচানো। কিন্তু জানেন কি, এই ভাবে আপনি আপনার বিপদ ডেকে আনছেন। এখন চিকিৎসকেরা  বারণ করেন কটন বাড দিয়ে কান পরিষ্কার না করার জন্যে। কিন্তু কেন এই নিষেধজ্ঞা! আজকে আমরা জানবো কি কি বিপদ হতে পারে অযথা কান খোঁচালে।

girl-1868930_1920_0.jpg

• অনেকে কটন বাড ছাড়াও, সেফটিপিন, তোমার বাঁকানো কান খোঁচানোর কাটি আবার অনেকে দেশলাই কাঠি দিয়েও কান খোঁচান। এটা খুবই ক্ষতিকর। কানের ময়লা বের করার জন্যে ইএনটি বিশেষজ্ঞদের কাছে যান। কারণ এই ধরণের কান খোঁচানোর মাধ্যমে আপনার কানে অজান্তেই ক্ষতি হয়ে যাবে। অনেকসময় আপনি কালাও হয়ে যেতে পারেন।

• অনেক সময় কটন বাডস দিয়ে কান খোঁচালে কানের হয়তো এমন জায়গায় খোঁচা লেগে গেলো, যেখানে খোঁচা লাগা উচিৎ নয়। ফলে সেখান থেকে রক্তপাত হতে পারে।

• অনেক সময় কটন বাডসের তুলো কানে ময়লার সাথে আটকে গেলো। আপনি বুঝতেও পারলেন না। সেটা আপনার কানের মধ্যেই থেকে গেলো।

cotton-swabs-592148_1920_0.jpg

• অনেক সময় কানে কান খোঁচার কাঠি বা কটন বাড দিয়ে ময়লা পরিষ্কার করতে গিয়ে দেখলেন ময়লা না বেরিয়ে আরও ঢুকে গেলো।

• কটন বাড কতটা জীবাণুমুক্ত আপনি কি জানেন! হয়তো আপনার কটন বাড জীবাণুমুক্ত নয়। ফলে সেখান থেকে আপনার কানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে।

ear-sticks-4995594_1920_0.jpg

সমাধান:

• চেষ্টা করুন সবসময় কানের চারপাশটা পরিষ্কার রাখা। স্নানের পর নরম কাপড় বা গামছা দিয়ে কানের চারপাশের ময়লাটা পরিষ্কার রাখুন।

• কানে গ্লিসারিন বা কানের ড্রপ দিয়ে রাখুন। আপনার কানের ময়লা নরম হয়ে নিজে থেকেই বেরিয়ে আসবে।

cbd-oil-5358403_1920_0.jpg

 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll