আপনার প্রিয়জনকে কিভাবে ভালোবাসার সাথে চমকে দিতে পারেন! জেনে নিন কিছু টিপস। | Social Awareness | Bidhan Saha |

ভালোবাসার মানুষকে আমরা সবাই উপহার দিয়ে চমকে দিতে চাই। আর তার সেই খুশিতে চমকে যাওয়া মুখটা দেখতে আমাদের খুব ভালো লাগে। কিন্তু সব সময় কি দামী দামী উপহার দিয়েই ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে! না, কখনও কখনও  খুব সামান্য থেকে সামান্য জিনিস দিয়েও ভালোবাসার প্রকাশ ঘটানো সম্ভব। আর সামনেই তো ১৪ ই ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন্স ডে। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন দেখি কি কি উপায় ভালোবাসার মানুষকে চমকে দেওয়া যায়।

people-2561053_1920_0.jpg

• এখন বর্তমান যা পরিস্থিতি তাতে আমাদের সকলেরই আয় নিম্নগামী এবং দ্রব্যমূল্য উর্দ্ধগামী। কিন্তু উপহার দেওয়ার শখ সকলেরই থাকে। তাই খুব সহজ উপায় আমরা একটা উপহার তৈরী করতে পারি। আপনি আপনার প্রিয়জনের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি একটা ফ্রেমে কোলাজ করে তাকে দিন। বিশ্বাস করুন সে ভীষণ খুশি হবে।

• আপনি যদি রান্না করতে পারেন বা নাও পারেন তাহলে আপনার প্রিয়জন যেটা খেতে ভালোবাসে সেটা তাকে কোনো বিশেষ দিনে রান্না করে খাওয়ান। দামী রেস্তোরার খাবার থেকে অনেক বেশি ভালো খেতে হবে এবং ঔ মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে।

woman-1979272_1920_0.jpg

• আপনার প্রিয়জনকে নিয়ে একটা লং ড্রাইভে যান। শুধু আপনি এবং সে আর নির্জনতা। এই শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে।

• আপনার প্রিয় মানুষের দেওয়া বিভিন্ন উপহারের যে মোড়ক সেগুলোকে জমিয়ে আপনি সেটার কোলাজ করে, তাকে উপহার হিসাবে দিতে পারেন। সুন্দর করে সাজিয়ে।

gift-4669449_1920_0.jpg

• একদিন তার বাড়ি চলে যান। গিয়ে তার ঘর আপনার মত করে বা তার মত করে সাজান। এরপর যখন সে সেই ঘরে থাকবে তখন আপনারই কথা মনে পড়বে।

• আপনি আপনার প্রিয়জনের কোনো বিশেষ দিনে তার কোনো পুরনো বন্ধুকে তার সামনে হাজির করুন, যার সাথে তার দীর্ঘদিন কথা হয়নি কিন্তু সে তাকে খুব মনে করে। সে ভীষণ খুশি হয়ে যাবে।

students-1807505_1920_0.jpg

বন্ধুরা সব সময় যে দাম দিয়েই ভালোবাসার পরিমাপ বোঝানো যায় তা কিন্তু নয়। দামী উপহারের থেকেও আন্তরিক উপহার বেশি মানুষকে খুশি দেয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll