তেল ছাড়া চুলের যত্ন সম্ভব, কিন্তু কিভাবে?

প্রত্যেকদিন আমাদের যাদের বের হতে হয় বিশেষ করে মহিলারা তারা প্রতিদিন মাথায় তেল মাখতে পারেন না। কারণ তেল মাখলে চুলটা চিপচিপে হয়ে যায় বসে যায় দেখতে খুব একটা ভালো লাগে না। তবে চুলের জন্য তেল খুবই ভালো। সপ্তাহে অন্তত একবার তেল মাখার প্রয়োজন অনেকেই বলে থাকেন। তবে আবার এমন অনেকে রয়েছেন যাদের চুলে তেল দিলেই ঝর ঝর করে চুল ঝরে যায়। শুধু তাই নয় তেল মাখলে মাথার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। কিন্তু তেল না মাখলে যে চুলের গোরা মজবুত হবে না তাহলে উপায়। উপায় রয়েছে ঘরে। লাগবে এমন কিছু জিনিস যেগুলি খুব সহজেই পাওয়া যাবে। প্রথমে যেটা লাগবে সেটা হলো অ্যালোভেরা জেল।

aloe-gb990821bd_1280_0.jpg

যদি গাছের এলোভেরা জেল হয় তাহলে তো কথাই নেই। যদি না থাকে তাহলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ও ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে বলবো সবুজ রং দেওয়া যে অ্যালোভেরা জেল বাজালে পাওয়া যায় সেটা না কিনে সাদা রঙের যে অ্যালোভেরা জেল বাজারে পাওয়া যায় সেটাই ব্যবহার করতে। কারণ রং দেওয়া এলোভেরা জেল ত্বকের জন্য বাজে হতে পারে। আর এলোভেরা জেলে কোনো রকম রং থাকে না। অ্যালোভেরা জেল ব্যবহার করা হয় তাহলে প্রথমে বলবো অ্যালোভেরা গাছটা কেটে পাতা পাঁচ ঘন্টার জন্য রেখে দিতে। কারণ ওই গাছে এমন এক  উপাদান থাকে যেটা ত্বকে লাগলে চুলকানি সৃষ্টি হতে পারে।  এরপর গোটা পাতাটা টুকরো টুকরো করে কেটে নিয়ে এক মুঠো কারি পাতা এবং বেশ কিছু লাল জবার পাপড়ি নিয়ে মিক্স করে নিতে হবে। ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে তারপর সেটা চুলের গোড়া এবং চুল সমস্ত জায়গায় লাগাতে হবে। তবে চুলের পরিমাণ এর ওপরে নির্ভর করছে মিশ্রণের পরিমাণ। আপনার চুল যদি বড় হয় তাহলে আরো উপাদান মেশাতে পারেন। তেল ছাড়াও যে চুলের পরিচর্যা সম্ভব সেটার উপায় রইল আপনাদের কাছে।

 beauty-g5a0b1065a_1280_0.jpg

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন। একই সঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll