পারফিউম কখন ও কোথায় ব্যবহার করবেন, কিছু সতর্কতা জেনে রাখুন। | Social Awareness | Bidhan Saha |
পারফিউম মাখতে আমরা মহিলা পুরুষ নির্বিশেষে ভালোবাসি। শুধু কোনো অনুষ্ঠানে নয়, অনেকেই আছেন যারা প্রতিদিন পারফিউম মেখেন। পারফিউম সেই সব মানুষদের কাছে ভীষণ প্রিয়। প্রিয়জনকে একটা সুগন্ধি পারফিউম আমরা অনেকেই উপহার হিসাবে দিয়ে থাকি। ঠিকঠাক গন্ধ যুক্ত পারফিউমের সুবাস একজনকে আরেক জন্যের দিকে আকৃষ্ট করতে পারে। তাই আমরাদের সঠিক গন্ধ যুক্ত পারফিউম বা ডিওডেন্ট কেনার পাশাপাশি কোথায় এবং কখন পারফিউম ব্যবহার করতে হবে সে বিষয় জেনে নিন।
• জোরে পাখা বা এয়ারকন্ডিশনার চালিয়ে পারফিউম স্প্রে করবেন না। কারণ সেটা উড়ে আপনার চোখে মুখে ঢুকে যেতে পারে। যা আপনার পক্ষে ক্ষতিকর।
• সরাসরি বগলে পারফিউম ব্যবহার করবেন না। তাতে বগলের লোমকূপের ক্ষতি হয়।
• চুলে পারফিউম ব্যবহার করবেন না। কারণ এই পারফিউম থেকে মাথার ত্বকে অ্যালার্জি হতে পারে।
• পারফিউম সব সময় গলায়, কব্জিতে ব্যবহার করুন।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।