সোনার গয়না কেনার সময় কিছু বিষয়ে যাচাই করে নিন। | Social Awareness | Bidhan Saha |

সোনা কেনার সখ বাঙালির চিরকালে আর যে-কোনো শুভ অনুষ্ঠানে বাঙালি বাড়িতে সোনার ব্যবহার বহুল। বাঙলিরা শুধু কেন, যে কোনো মানুষেরই বিশেষ করে মহিলাদের মধ্যে এই সোনা বা সোনার গয়না নিয়ে একটা মাতামাতি আছেই। যারা মোটামুটি সোনার গয়না কেনেন তারা জানেন যে, হলমার্ক সোনা কি বা সোনা হলমার্ক হলে কতটা লাভজনক। বিয়ে থেকে শুরু করে ধনতেরাস সব অনুষ্ঠানেই বাঙালি থেকে শুরু করে সকল সম্প্রদায়ের মানুষেরাই সোনা কেনেন। তাই সোনা কেনার আগে কিছু বিষয় সম্পর্কে জেনে নিন।

jewels-g82207e98e_1920_0.jpg

• সোনার দোকানে যাওয়ার আগে সোনার দামটা জেনে নেবেন। রোজকার সোনার দাম খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় এছাড়া বিভিন্ন সাইট থেকে খুব সহজেই জানা যায়। তাই সোনা কিনতে যাওয়ার আগে সেই দিনের সোনার দাম দেখে যান। আমরা ২৪ ক্যারেটের সোনা দিয়ে গয়না বানাইনা। কারণ তাতে ৯৯.৯% সোনা থাকে যা দিয়ে গয়না বানানো সম্ভব নয়। তাই আমরা ২২ বা ১৮ ক্যারেটের সোনা দিয়েই গয়না বানাই। তাই সোনা কিনতে যাওয়ার আগে এই ২২ বা ১৮ ক্যারেটের সোনার দাম দেখে যান।

• এই ২২ ক্যারেটের সোনাকে বলা হয় হলমার্ক সোনা। এই হলমার্ক সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু যাচাই করিনা অনেকেই। আমরা শুধু জিজ্ঞাসা করি যে, এটা হলমার্ক তো? লোকের মুখের কথায় কেন বিশ্বাস করবেন! হয়তো কেনার পর যখন পরে বিক্রি করবেন তখন আর সেই দাম পেলেন না এবং জানতে পারলেন যে, এটা হলমার্ক নয়। তাই হলমার্ক যাচাই করে কিনুন। এর জন্যে সোনার গায়ে খেয়াল করবেন BIS চিহ্ন আছে এবং তার সাথে আপনি যে দোকান থেকে কিনছেন সেই দোকানের নাম এবং তার ঠিকানাও লেখা আছে। সোনা যতই ছোটো হোক এই চিহ্ন এবং লেখা থাকবেই। তাই সেটা দেখে কিনুন।

gold-ge2b983b9d_1920_0.jpg

• আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন রকম ছাড় থাকে। যেমন সোনার গহনা তৈরীর ওপর শতাংশ ছাড়। খেয়াল করুন এই ছাড়ের মধ্যে কোনো কারচুপি নেই তো!

• আমরা অনেকেই সোনার গয়নায় দামী পাথর বসাই। কিন্তু সেই গয়না আপনি বিক্রি করতে গিয়ে দেখলেন সেই দাম আর পেলেন না। কারণ পাথর বসালে সোনা অনেকটা ক্ষয়ে যায়। তাই চেষ্টা করুন সোনার গয়নাটা পুরোটাই সোনার রাখার।

wedding-rings-gcea5bad62_1920_0.jpg

আশা করি বন্ধুরা এই পদ্ধতি গুলো আপনাকে সোনা কিনতে অনেকটা সাহায্য করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll