অফিসে সবার পছন্দের মানুষ হয়ে উঠবেন কিভাবে? জেনে নিন। | Social Awareness | Bidhan Saha |
আমরা যে যেমন অফিসেই কাজ করিনা কেন সেটা কম মাইনের হোক বা বেশি মাইনের হোক সেটা বড়ো কথা নয় কিন্তু সেই অফিসে সবার পছন্দের মানুষ হয়ে ওঠাটা ভীষণ জরুরী। বিশেষ করে বেসরকারি অফিসে। কারণ সেখানে কাজের চাপ যতটা বেশি ততটাই সেখানে রাজনীতি হয়। ফলে সেখানে সবার পছন্দের মানুষ হয়ে ওঠাটা ভীষণ দরকার। এক্ষেত্রে কত গুলো বিষয় সম্পর্কে জেনে নিন।
• অফিসে যদি কোনো পার্টি বা কোনো রকমের অনুষ্ঠান থাকে তাহলে সেখানে আপনার যতই অনিচ্ছা থাকুক না কেন সেখানে যাওয়ার চেষ্টা করুন। কারণ সেখানে আপনি না থাকলে আপনাকে নিয়ে কথা তো হবে। আপনি উপস্থিত থাকলে সেই কথা গুলো আর হতে পারবে না।
• আপনার সহকর্মী যদি কোনো কাজ আপনাকে দেন তাহলে সেটায় তাকে সম্পূর্ণ সাহায্য করার চেষ্টা করুন। বলবেন না কোনো ভাবেই।
• আপনার সহকর্মীদের বন্ধুত্বপূর্ণ হোন। ধরুন আপনি লিফটে উঠলেন এবং দেখলেন যে আপনার সহকর্মী ওই লিফটের জন্যে দৌড়ে আসছে সেক্ষেত্রে লিফ্টটা দাঁড় করান। তাকে বোঝান যে আপনি তার জন্যেই লিফ্টটা আটকেছেন।
• দুপুরের খাবার সময় চেষ্টা করুন ক্যান্টিনে গিয়ে সবার সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে খান। এর ফলে সবার সাথে আলাপ পরিচয় বাড়বে।
• আপনার বসের প্রতি সব সময় অনুগত্য দেখান।
আশা করছি অফিসের চাপ সামলে সব কিছুকে সুন্দর করে ম্যানেজ করতে এই টিপ গুলো আপনাকে অনেক সাহায্য করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।