বিবাহ বন্ধনে আবদ্ধ হতে মানসিক সমস্যা হচ্ছে? | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Tanmoy Mitra |

আমাদের জীবনে অনেক বড়ো বড়ো সিদ্ধান্ত নিতে হয়। কখন নিজেদের চাকরি নিয়ে কখন নিজের কাছের মানুষ বা পরিবার নিয়ে আবার কখনো নিজের বিয়ে নিয়ে। আর এই বিয়ে বিষয়টা শুধুমাত্র একদিনের বা একবছরের ব্যাপার নয়। এটা সারাজীবনের ব্যাপার। বাড়ি থেকে বয়সবাড়লেই বিয়ের চাপ দেয়, কিন্তু এমন অনেকেই আছেন যারা বিয়ের জন্যে মানসিকভাবে তৈরী হতে পারচ্ছেন না। এমন অনেকেই আছেন যারা মনোবিদের কাছে যান বা যাদের বাড়ির লোক তাদেরকে মনোবিদের কাছে নিয়ে যান। মনোবিদরা খেয়াল করেছেন এসব ক্ষেত্রে সমস্যাটা অন্য কিছু নয় একটা মানসিক সমস্যা, তারা ভিতর ভিতর নিজেদের কোথাও একটা আটকে ফেলেছে। 

worried-girl-g038c8aa2f_1920_0.jpg

• এসব বিষয়ে দেখা যায় যে, এদের হয়তো আর্থিক দিক থেকে বা অন্য কোনো দিক থেকে বিয়েতে সমস্যা নেই। এসব ক্ষেত্রে প্রথমেই দেখা হয় যে, তার পরিবারে কোনো সমস্যা আছে কিনা, সমাজে তাদের অবস্থা কেমন বা তার শারীরিক মিলনে কোনো সমস্যা আছে কিনা। এমন অনেক প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে আছেন যারা কোনোরকম স্থায়ী সম্পর্কে যেতে ভয় পান, যাকে মনোবিদরা বলে থাকেন ফিয়ার অফ কমিটমেন্ট। অর্থাৎ কোনো স্থায়ী সম্পর্কে যেতে তারা ভয় পান এবং মনে করছে যে, তারা কোনো স্থায়ী পাকাপাকি সম্পর্কের দায়িত্ব নিতে পারবে না।

little-boy-ge19f00b05_1920_0.jpg

• আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে, আপনি কি দায়িত্ব নিতে পারবেন কিনা বা দায়িত্ব নিতে চান কিনা। আপনি যদি আপনার আশেপাশে মানুষদের দায়িত্ব নিতে রাজি থাকেন তাহলে আপনি নির্দ্বিধায় বিয়ে করুন। দ্বিতীয়ত আপনি খেয়াল করুন আপনার বন্ধুবান্ধবদের পরিধি কেমন। অনেকে আছেন যারা খুব কম বন্ধুবান্ধবদের সাথে মেলামেশা করেন। তারা নিজেদের গুটিয়ে রাখেন। তারা তাদের বন্ধুদের সাথে কথা বলুন এবং তাদের জিজ্ঞাসা করুন যে, আপনি কি কাউর দায়িত্ব নিতে পারবেন বা আপনার মধ্যে কি কোনো সমস্যা আছে। তৃতীয়ত অনেকে মনে যৌন মিলনে অত্যাধিক এক্সপোউস দরকার। কারণ এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের মধ্যে এই প্রবণতা বেড়েছে। তাই অনেক ভাবেন আমি যদি এইভাবে না থাকতে পারি সম্পর্কে, সেখান থেকেই ভয় তৈরী হয়।

mobile-gc06a4d4ac_1920_0.jpg

এসব ক্ষেত্রে বেশ কয়েকটা কাউন্সিলিং করালেই আপনি অনেকটা সুস্থ হয়ে উঠবেন। এটা কোনো চিন্তার ব্যাপার নয়। একটা নতুন জীবনে আপনি পদর্পন করবেন তাই নতুনভাবে সব শুরু করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll