মশা মারতে কামান দাগছেন? তাহলে কি করবেন? প্রাচীন ঘরোয়া পদ্ধতি জেনে নিন। | Social Awareness | Bidhan Saha |

চারিদিকে এতো করোনা আতঙ্কের ভয়ে আমরা সবাই আতঙ্কিত। কিন্তু এর মধ্যে আমরা প্রায় ভুলে গেছি আরেক ধরণের রোগে কথা। সেগুলো হলো মশাবাহিত রোগ যেমন, ডেঙ্গু, ম্যালেরিয়া, জাপানিস এনকাফালিটিস ইত্যাদি। বিশেষ করে ডেঙ্গু প্রতিবছর প্রায় মহামারীর মত ছড়িয়ে পড়ে ভারতবর্ষে। বহু মানুষ মারা যান এই রোগে। আমরা তাই এই মশার হাত থেকে বাঁচতে ধূপ জ্বালাচ্ছি, কয়েল জ্বালাচ্ছি, ক্রিম মাখছি আবার তেল জ্বালাচ্ছি। আমরা অজান্তেই নিজেদের ক্ষতি করছি, সারারাত এই মশার মারার জন্যে যে কয়েল এবং ধূপ জ্বালিয়ে রাখছি তাতে আমাদের শরীরে ভীষণভাবে ক্ষতি করে। আজকে আমরা জানবো কিভাবে ঘরোয়া উপায় এই মশার হাত থেকে নিষ্কৃতি পাবেন।

mosquito-g640ca98b6_1920_1_0.jpg

• ল্যাভেন্ডার তেল আমরা যদি ঘরে ব্যবহার করি তাহলে সেটা মশা থেকে আমাদের রক্ষা করবে এবং ঘর থেকে একটা সুগন্ধ ছড়াবে।

• রসুন আমাদের সবার ঘরেই থাকে। তাই কয়েক কোয়া রসুন ভালো করে জলে ফুটিয়ে সেটা জলটা একটা স্প্রে বোতলে ভরে ঘরের কোণে কোণে স্প্রে করুন। মশার হাত থেকে অনেকটাই নিষ্কৃতি পাবেন।

• কর্পূর আমাদের সবার ঘরেই থাকে, সেই কর্পূরে আগুন ধরিয়ে সেটা ঘরের কোণে রেখে দিন।

wellness-g946b70abe_1920_0.jpg

• টিট্রি তেল দিয়ে ঘর মুছুন, আপনার ঘরের মেঝেও চকচক করবে এবং ঘরেও সুন্দর গন্ধ বেরোবে তার সাথে সাথে মশাও দূর হবে।

• বাড়িতে জানালার পাশে তুলসী গাছ বসান। তুলসী গাছ বসালে মশা আপনার জানালা দিয়ে আর ঢুকতে পারবে না।

• জল জমতে দেবেন না কোনো ভাবেই। আমরা বুঝতে পারি না অনেক সময়ই অজান্তে জল জমে থাকে বাড়ির আশেপাশে। সেই জল কোনোভাবেই জমতে দেবেন না।

wheelbarrow-gb277666ab_1920_0.jpg

অসচেতনা থেকে সচেতনতায় বেরিয়ে আসুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll