আপনি কি Tattoo বা নক্সা করতে চান? এর কিছু ভালো-মন্দ এবং সতর্কতা জেনে নিন। | Social Awareness | Bidhan Saha |

আমরা আজকাল নিজেদের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ভীষণ সাবধান। আর এখন স্টাইল স্টেটমেন্ট বলতে অনেকেই ট্যাটুকে মনে করেন। খেলোয়াড়, অভিনেতা, গায়ক থেকে শুরু করে প্রায় অনেকেই এখন ট্যাটুর প্রেমে আসক্ত। ট্যাটু করতে আমরা বারণ করছি না। সেটা প্রতিটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। তবে ট্যাটু করার আগে খেয়াল রাখুন কিছু বিষয়।

couple-g318f97656_1920_0.jpg

• ট্যাটু করার আগে আপনার ত্বকের ব্যাপারে জানুন। আপনার ত্বক ট্যাটু করার উপযুক্ত কিনা সেটা জানুন, চিকিৎসকের পরামর্শ নিন।

• ট্যাটু করার পর আপনার ত্বকের ওই জায়গাটা কিভাবে যত্ন নেবেন চিকিৎসকের থেকে জানুন। আর ট্যাটু করার কতদিন পর আপনি রক্ত দিতে পারবেন সেটাও জেনে নিন।

nurse-g76ef6e0da_1920_0.jpg

• শরীরে কোন অংশে ট্যাটু করালে আপনাকে ভালোলাগবে বা কোন ধরণের ট্যাটু করালে আপনাকে ভালোলাগবে সেটা ভালো করে জেনে নিন।

• আপনি যেখানে কাজ করেন সেখানে ট্যাটু গ্রহনীয় কিনা সেটা জানুন।

adult-g273930b09_1920_0.jpg

• সস্তার ট্যাটু করাবেন না। কারণ ট্যাটু করতে যে সুচ এবং রঙ ব্যবহার করার হয় সেটা যদি ভালো না হয় তাহলে আপনার ত্বকের ক্ষতি।

• আপনার যদি কোনো রকম ত্বকে অ্যালার্জির প্রবণতা হবে তাহলে আপনার জন্যে হয়তো ট্যাটু নয়।

• ভালো শিল্পীর থেকেই ট্যাটু করান তাতে আপনার ট্যাটু শুধু সুন্দর হবে তাই না, তার সাথে সাথে আপনার ত্বকের জন্যও ভালো।

tattoo-gc8b0d938a_1920_0.jpg

সুন্দর হয়ে উঠুন কিন্তু সাবধানতা মেনে চলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll