পিতামাতার প্রতি সন্তানের অন্যায়ের কি শাস্তি হওয়া উচিৎ। | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee |
বয়স বাড়লে বাবা-মা অনেকেরই কাছে বোঝা হয়ে যায়। তখন অনেকেই আছেন যারা বয়স্ক বাবা-মা'র প্রতি অন্যায় করেন। বাবা-মা'র প্রতি অন্যায়ের কি শাস্তি হতে পারে? আজকে আমরা এই বিষয় একটা গল্প শুনবো। আজকের গল্পের বিষয়— শাস্তি।
• এক পরিবারে এক বয়স্ক ভদ্রলোক তার স্ত্রী, তার ছেলে, ছেলের বৌ এবং দুই নাতি-নাতনি নিয়ে সুখের সংসার ছিলো। চারতলা বাড়ি, দুটো গাড়ি বেশ স্বচ্ছল পরিবার। হঠাৎ একদিন ভদ্রলোকের স্ত্রী মারা গেলেন। পরিবারে শোকের ছায়া নেমে এলো। শ্রদ্ধা-শান্তির কাজ মিটে গেলে সব আত্মীয়-স্বজনরা চলে গেলেন। আস্তে আস্তে পরিবারে কালো মেঘের ছায়া নামতে লাগলো। একদিন ভদ্রলোকের বৌমা তার ছেলেকে গিয়ে অভিযোগ করলেন যে, দেখো আগে তো মা ছিলেন, মা সংসারের সব কাজ করতেন। আমি মা'র হাতে হাতে কাজ করে দিতাম। কিন্তু এখন সব কাজ আমাকেই করতে হয়। আমি তো শাড়ি পরে কাজ করতে পারিনা। জিন্স, চুড়িদার পরে কাজ করি, বাবার মনে হয় সেটা পছন্দ হয় না। এইভাবে নানান অভিযোগ নিয়ে ছেলের স্ত্রী ছেলের কাছে ভদ্রলোকের নামে অভিযোগ করতে শুরু করল। একদিন ছেলে খুব রেগে গিয়ে বাবাকে বললো, বাবা তোমার বৌমা তোমার নামে অনেক অভিযোগ করছে, তুমি বরং নীচে গ্যারেজ ঘরে থাকো। এতে সবাই ভালো থাকবে। বাবা কিছু বললেন না। তিনি বললেন ঠিক আছে আমার জিনিসগুলো একটু নীচে পাঠিয়ে দিস।
• একদিন ভদ্রলোক প্লেনের টিকিট আর কিছু হোটেলের ভাচার্স নিয়ে দোতলায় গিয়ে ছেলেকে ডাকলেন। ছেলে ভাবলো বাবা হয়তো ঝগড়া করতে এসেছে। কিন্তু দেখলো নাহ! বাবা একটা প্লেনের টিকিট এবং কিছু ভাচার্স দিয়ে বললেন, তোর মা মারা যাওয়ার পর তোরা তো কোথাও যাসনি। যা একটু ঘুড়ে আয়। এই বলে ভদ্রলোক ছেলেকে প্লেনের টিকিট দিয়ে নীচে নেমে গেলো। ছেলে ছেলের বৌ সবাই ঘুড়তে চলে গেলো। এর মধ্যে ভদ্রলোক তার ৬ লাখ টাকার বাড়ি ৩ লাখ টাকায় বেচে দেন। সেই টাকা দিয়ে তিনি নিজে একটা নতুন বাড়ি কেনেন, একটা নতুন গাড়ি কেনেন। আর ছেলের জন্যে একটা ভাড়ার ফ্ল্যাটের ব্যবস্থা করে দেন। সেই ফ্ল্যাটে এক বছরের অগ্রিম দিয়ে রাখেন। ছেলে ফিরে এলো বিদেশ থেকে, এসে পুরো ব্যাপার দেখে সে অবাক। ভদ্রলোক তাকে হাতে চাবি দিয়ে বললেন এটা তোমাদের নতুন ফ্ল্যাটের চাবি, আমি এক বছরের অগ্রিম দিয়ে রেখেছি। বাকিটা তুমি ব্যবস্থা করে নিও।
বাবা-মা'রা যেমন আমাদের ছোট থেকে বড়ো করেন, মানুষ করেন। তেমনই সন্তানদের কর্তব্য হলো বয়স্ক অবস্থায় বাবা-মা'কে আগলে রাখা। বয়স্ক বাবা-মা'কে দুর্বল ভাবা বা তাদের অসহায় ভাবা একদমই উচিৎ নয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।