প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের জল একসাথে মিলে গেলেও মেশে না , যেন এক অদৃশ্য পাহাড় আটকে দিয়েছে দুই সাগরের মিলন স্থল

 আমরা জানি তেল জল এক সঙ্গে মেশে না।  কিন্তু এক সাগরের জল  অন্য সাগরের জলের সঙ্গে মেশে না এমন কখনো শুনেছেন?  নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন কথা। আর একটি সাগরের জল যে অন্য জলের সঙ্গে মিলছে না এটা আলাদাই বা করা যাচ্ছে কিভাবে?  কিন্তু আমাদের এই পৃথিবীতে এমনই এ  দুটি মহাসাগর রয়েছে যারা পাশাপাশি বাধাহীনভাবে থাকলেও তাদের জল একে অপরের সাথে মিশেছে না।  কি? ধাঁধাঁ লাগছে তো?  চলুন তাহলে আজকে শুনে নেওয়া যাক এই দুই মহাসাগরের গল্প।

beach-g7577bd380_1920_0.jpg

প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর এই দুই মহাসাগরে মিলনস্থলে  এমনই বৈচিত্র্য রয়েছে। দুটি মহাসাগর এক সঙ্গে মিশেছে ঠিকই কিন্তু দুটি মহাসাগরের জল একেবারেই আলাদা। কেউ কারোর সঙ্গে মিশে যাচ্ছে না।  দেখে মনে হবে দুটি মহাসাগরের মাঝে যেন অদৃশ্য এক  পাঁচিল উঠে গিয়েছে। কিন্তু কেন এমন অদ্ভুত দৃশ্য দেখা যায?

nature-g25681fd7d_1920_0.jpg

 দুটি মহাসাগরেই জলে লবনের  ঘনত্বের পার্থক্য রয়েছে। জলের মধ্যে  লবণাক্তের তারতম্য হলে এক ধরনের  লাইন তৈরি হয় যাকে বলা হয় হ্যালোক্লাইনস।  কিন্তু সমুদ্রের ক্ষেত্রে একে বলা হয় ওসান ক্লাইন।  এমনকি এই ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা আপনি প্রয়োজন মনে করলে নিজের বাড়িতে তৈরি করতে পারেন।  একটি  কাঁচের গ্লাসে অধিক লবণাক্ত জল নিয়ে  সেটিকে কোন রংয়ের সঙ্গে গুলে দিন সেই জলের ওপর পরিষ্কার সচ্ছল পানীয় জল নিন।  আপনি নিজেই এর তফাতটা হাতেনাতে পাবেন। 

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion News Time চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll