আপনার লিভার নিয়ে সচেতন থাকুন। সমস্যা হলে কিভাবে বুঝবেন? কিভাবে সাবধান হবেন? | Social Awareness | Bidhan Saha |
আমাদের শরীর বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত। কোনো একটি অংশ একটু বিকল হলেই আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। ঠিক সেই রকমই একটা অঙ্গ হলো যকৃৎ। এই যকৃৎ যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা খুব তাড়াতাড়ি ধরাশায়ী হয়ে পড়বো। আমাদের প্রিয় অভিনেতা ছিয়াত্তর বছর বয়সী অমিতাভ বচ্চন একটি সংবাদ মাধ্যমকে জানিয়ে ছিলেন তাঁর যকৃতের প্রায় তিন ভাগের এক ভাগ ভালো আছে, বাকি সবটাই নষ্ট হয়ে গেছে। তাহলে খুব সামান্য অংশ যকৃৎ তাঁর ভালো আছে আর তাতেই তিনি এখন যথেষ্ট সুস্থ সবল। কিন্তু এর পিছনে আছে তাঁর অসম্ভব আর্থিক জোর। তবে আমাদের কিন্তু এই রকম আর্থিক জোর নেই এবং সেটাই স্বাভাবিক। তাহলে সেক্ষেত্রে আমাদের উচিৎ নিয়মিত যকৃতের পরীক্ষা করা এবং নিজের রক্ত পরীক্ষা করা।
• যাদের শরীরে অপারেশনের সময় বা কোনো কারণে বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছিলো, তাদের অবশ্যই বছরে একবার করে যকৃতের পরীক্ষা-নিরীক্ষা করা উচিৎ। কারণ হেপাটাইটিস বি বা সি এর থেকে সংক্রমন হলে তা সরাসরি যকৃৎকে আক্রান্ত করে। ফলে তাদের ক্ষেত্রে অবশ্যই নিয়মিত যকৃতের পরীক্ষা করান। এছাড়া স্বাস্থ্যকর খাবার খান এবং প্রয়োজনে ওষুধ পাত্র খান। নাহলে দেরি হয়ে গেলে আর কিছু করা সম্ভব নয়।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।