মার্সিডিজ বেঞ্জের হাত ধরে সামনে এল ভবিষ্যৎ গাড়ির ধারণা

 বিজ্ঞান আজ এতটাই উন্নত যে তাকে কাজে লাগিয়ে ভবিষ্যত পরিকল্পনা পর্যন্ত করে ফেলতে প্রস্তুত সভ্য মানুষ।  মানব সভ্যতায় বিজ্ঞানের অগ্রগতি নতুন করে বলার কিছু নেই। কারণ আজ মানুষ বিজ্ঞান কে কাজে লাগিয়ে সুদূর মহাকাশে পর্যন্ত পৌঁছে গিয়েছে। ঠিক একই রকমভাবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে  ভবিষ্যতের যানবাহনেরও নানা পরিকল্পনা পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। ঠিক যেমনটা করেছে mercedes-benz বিজ্ঞানের উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাজারে নিয়ে এসেছে আস্ত একটা ভবিষ্যতের গাড়ি।

carsharing-gd1971b00c_1920_0.jpg

 তবে এই গাড়ি একেবারে আলাদা। সাধারণ মানুষের ভাবনা থেকে কয়েক কিলোমিটার এগিয়ে গিয়ে ভেবেছে mercedes-benz2019 সালের বিখ্যাত হলিউড ছবি অ্যাভটরের ধারণাকে মাথায় নিয়ে তৈরি করেছে  ভিশন অ্যাভেটর কনসেপ্ট ফিউচার  কার। আমেরিকার লাস ভেগাস শহরে  প্রথম মারসিডিস সামনে আনল এই গাড়ির ধারণাকে। ভবিষ্যৎ  মানেই এক ধাপ এগিয়ে থাকা।  অতীত  থেকে শিক্ষা নিয়ে  বর্তমানের থেকে আরেকটু উন্নত এবং সহজ ভাবে বাঁচার  ভাবনা আমরা দেখি ভবিষ্যতে। mercedes-benz যে গাড়ির ধারণা সামনে এনেছেন তা একেবারে আলাদা। সিনেমায় যে ধরনের গাড়ির দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে  ঠিক সেই ধরণের কনসেপ্টকে তুলে এনেছে মারসিডিস।  শুধু তাই নয় এই গাড়ির ধারণাকে আরো শক্ত করতে সাহায্য করেছেন ছবির পরিচালক জেমস ক্যামেরুন। ভবিষ্যতের নানা প্রযুক্তিকে ব্যবহার করেছেন এই গাড়ি তৈরিতে।

ambulance-ga5a6fe250_1920_0.jpg

 

সুস্থ থাকুন, ভালো থাকুন।

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion News Time চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll