স্বাভাবিক ত্বকের জন্য ঘরোয়া ভেষজ ফেসিয়াল
আমাদের প্রত্যেকের ত্বক আলাদা রকমের হয়। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ ত্বক টাই আমরা পেয়ে থাকি। তবে কিছু ক্ষেত্রে কারোর তৈলাক্ত কারো শুকনো সেন্সিটিভ ত্বক হয়ে থাকে। আজ বলবো একেবারে সাধারণ ত্বকের জন্য একটি প্রাকৃতিক ভেষজ ফেসিয়াল।
ফেসিয়াল করতে সাধারণত চারটে ধাপ লাগে। ক্লিনজিং, স্ক্রাবিং, টোনিং এবং ফেসপ্যাক। প্রথমেই বলবো ক্লিনজিং। একটু তুলোতে কাঁচা দুধ অথবা গরম করে নেওয়া দুধ মিশিয়ে ভালো করে মুখটাকে মুছে নিতে হবে। এতে করে দুধের প্রাকৃতিক যে তৈলাক্ত উপাদান সেটা আমাদের মুখ পরিষ্কার করতে সাহায্য করবে। তারপর লাগবে স্ক্রাবিং। সে ক্ষেত্রে মাত্র দুটি উপকরণ লাগবে। দুধ এবং দুটো কাঠবাদাম। কাঠবাদামটাকে ভালো করে শুকনো করে গুঁড়ো করে নিতে হবে। তারপর সেটা কি দুধের সঙ্গে মিশিয়ে ভালো করে মুখটাকে স্ক্রাবিং করতে হবে। ৫ মিনিট মতো স্ক্রাবিং করার পর সেটাকে ভালো করে কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরপর আসবে টোনিং। ফুটন্ত জলে গ্রিন টির পাতা ফেলে দিয়ে সেটাকে ভেপার হিসেবে মুখের মধ্যে নিতে হবে। তাতে আমাদের মুখটা আরো বেশি সুন্দরভাবে এবং পোর্সগুলো ওপেন হবে। সবশেষে আসবে ফেসপ্যাক। তার জন্য লাগবে টমেটো। সেটাকে পেস্ট করে নিতে হবে। সেই সঙ্গে মিশিয়ে নিতে হবে কাঠবাদামের গুঁড়ো এবং কিছুটা মধু। আলতো হাতে পুরো মুখে মেসেজ করার পর মাত্র কুড়ি মিনিট মতো রেখে সেটাকে ধুয়ে নিতে হবে। এরপর মুখটাকে ধুয়ে নেবার পর আমন্ড অয়েল দিয়ে মুখটাকে ভালো করে ময়েশচারাইজ করে নিতে হবে। এই প্রাকৃতিক ভেষজ ফেসিয়াল যদি নিয়মিত করা যায় তাহলে মুখ অনেক বেশি উজ্জ্বল এবং পরিষ্কার হবে।
এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন। সেই সঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।