ত্বকের জেলা ফেরাতে সকালবেলা মাত্র পাঁচ মিনিট

আমাদের ঘরেই এমন কিছু কিছু জিনিস রয়েছে সেগুলি যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে আর বাইরের কোন প্রসাধনী পণ্য কেনার প্রয়োজনী পড়বে না। কিন্তু আমরা ঘরোয়া উপায় থাকতেও বাইরের কেমিক্যালকেই  বেশি বিশ্বাস করে ফেলি। আর তাতেই নিজেদের ত্বকের ক্ষতি নিজেরাই করে থাকে। আমরা চাই স্বাস্থ্য উজ্জ্বল ত্বক অথচ ভরসা করে কেমিকালের উপর। কিন্তু একটা বার যদি আমরা ঘরে থাকা উপাদান গুলোর উপর ভরসা করি তাহলে। তাহলে কথা দিচ্ছি আর কোনদিন বাইরের পণ্য কেনার প্রয়োজন হবে না। ঘরেই থাকে এমন মাত্র তিনটি উপকরণ দিয়ে এমন স্বাস্থ্যজ্জ্বল ত্বক পাওয়া যাবে।

5 effective DIY face packs for glowing skin

 প্রত্যেকদিন সকালবেলা নিয়ম করে মাত্র ৫ মিনিট যদি খরচা করা যায় নিজের পেছনে তাহলে  ত্বক কথা বলবে। কি কি লাগবে তার জন্য? প্রথমেই লাগবে চালের গুঁড়ো, লাগবে ব্যাসন এবং গুঁড়ো দুধ।  তিনটে ই খুব সহজে আমরা বাড়িতে পেয়ে যাব। কারোর শুষ্ক ত্বক থাকে সেক্ষেত্রে তারা অল্প মধু ব্যবহার করতে পারে সাধারণ কিংবা তৈলাক্ত ত্বক হলে তারা জল কিংবা গোলাপ জল ব্যবহার করেও এই মিশ্রণ তৈরি করে নিতে পারে। মিশ্রণটা সকালবেলা ঘুম থেকে উঠে অথবা স্নানের আগে ব্যবহার করা যেতে পারে যদি একান্তই কেউ সময় না পায় সে ক্ষেত্রে বিকেল বেলাও ব্যবহার করা যেতে পারে কিন্তু প্রত্যেকদিন ব্যবহার করতে হবে। মাত্র ৫ মিনিট হালকা হাতে যদি ম্যাসাজ করা যায় এবং তারপর ধুয়ে ফেলা যায় তাহলে আলাদা গ্লো করবে আমাদের ত্বক।

Glowing face: Tips, Tricks & Home Remedies| Soft skin| Ayurveda

 

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret ।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll